একক্লুসিভ | আমারক্যাম্পাস২৪.কম
দেশের রংপুর বিভাগের লালমনিরহাটের কালীগঞ্জের নওদাবাস গ্রামে পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি তৈরী করা হচ্ছে। পরিবেশবান্ধব সম্পূর্ণ নতুন পদ্ধতির এই বাড়ি তৈরি করছেন রাশেদুল আলম ও আসমা খাতুন দম্পতি। তাঁরা পরিবেশবিজ্ঞানে স্নাতকোত্তর।
বাড়ি নির্মাণের জন্য প্রথমে বোতলগুলোতে বালু ভরা হয়েছে। বোতল বাড়িটি নির্মাণে এক লিটার, আধা লিটার ও ২৫০ মিলিগ্রামের খালি প্লাস্টিকের (পিইটি) ৮০ হাজার বোতল ব্যবহৃত হয়েছে।
১৭০০ বর্গফুটের বাড়িটিতে বোতল দিয়ে নির্মিত চারটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি খাবার ঘর, দুটি শৌচাগার ও একটি বারান্দা থাকবে।
বাড়িটি নির্মাণে শুধু লিনটেলে ইটের খোয়া ও রড ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের বোতলের দেয়াল বা প্রাচীর গাঁথতে সিমেন্ট ও বালির মিশ্রণ ব্যবহার হয়েছে।
পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন এই বাড়ির দরজা ও জানালা যথারীতি স্টিল বা কাঠের হবে। বাড়ির ছাদে টিন ব্যবহার করা হবে। আগামী মাস খানেকের মধ্যেই এ বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
ছবি ও তথ্য: প্রথম আলোর সৌজন্যে।
ঢাকা/ এইচ আর