বাসস | আমারক্যাম্পাস২৪.কম
মেডিকেলে (এমবিবিএস) ও বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) কর্তন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রোববার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করা হবে। এ ছাড়াও পূর্ববর্তী বছরে সরকারি কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সাড়ে ৭ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএসের কোর্স পাঁচ বছর মেয়াদি হবে।
ঢাকা/ এইচ আর