‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর কেটে গেছে ১৭ দিন। তবু দর্শকের উন্মাদনায় কোনো ভাটা পড়েনি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে সিনেমাটির আয়ের গ্রাফ কিছুটা ওঠানামা করলেও সংখ্যার হিসেবে এটি নজরকাড়া।
সুকুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা অর্জন করে। এটি ভেঙে দিয়েছে ‘বাহুবলি টু’ এবং ‘ট্রিপল আর’-এর মতো ব্লকবাস্টার সিনেমার রেকর্ড।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ১৭ দিনে ‘পুষ্পা টু’ শুধু ভারতে আয় করেছে ১১৯৮.৩ কোটি রুপি (গ্রস)। বিদেশি বক্স অফিস থেকে এসেছে আরও ২৩৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৩৫.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২০১০ কোটি টাকারও বেশি।
মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে শীর্ষে ‘পুষ্পা টু’
‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার তালিকায় মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেছে ‘পুষ্পা টু’। এটি ভারতে প্রথম দিনে আয় করে ১৫০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি) এবং তৃতীয় স্থানে ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।
বিশ্বব্যাপী প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকাতেও শীর্ষে রয়েছে ‘পুষ্পা টু’। এটি বিশ্বব্যাপী প্রথম দিনেই আয় করে ২৬০ কোটি রুপি। এর আগে এ রেকর্ড ছিল ‘ট্রিপল আর’-এর (২২২ কোটি রুপি)। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি) এবং ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া আইপিএস অফিসার ভানুয়ার সিং শেখওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিলের দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা প্রথম সিনেমার মতো ‘পুষ্পা টু’-তেও তাঁর চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
সিনেমার নির্মাতারা আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা টু’ হবে প্রথম সিনেমার চেয়ে আরও বেশি চমকপ্রদ। সেই প্রতিশ্রুতি পূরণে তাঁরা বাজেটেও এনেছেন ব্যাপক পরিবর্তন। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। আর ‘পুষ্পা টু’-এর বাজেট দাঁড়িয়েছে ৪০০-৫০০ কোটি রুপিতে।
‘পুষ্পা টু’-এর এই বিশাল সাফল্য শুধু ভারতের চলচ্চিত্র জগতে নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সিনেমাটি প্রমাণ করেছে, কাহিনি এবং নির্মাণশৈলীর মিশেলে দর্শকদের মন জয় করা সম্ভব। এখন দেখার বিষয়, এই সাফল্যের ধারায় সিনেমাটি আরও কতদূর এগিয়ে যেতে পারে।