বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি চায়, একজন চাকরিপ্রার্থী তার সর্বোচ্চ বয়সসীমা (৩২ বছর) পর্যন্ত যতবার সম্ভব বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন। এ বিষয়ে অনুমোদনের জন্য প্রস্তাবটি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পিএসসির এক কর্মকর্তার জানান বর্তমানে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। তবে পিএসসি মনে করে, চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত। এজন্য প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আগের সিদ্ধান্ত পরিবর্তন
গত ৩১ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল একজন বিসিএস প্রার্থী সর্বোচ্চ চারবার পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর আগে ২৪ অক্টোবর বৈঠকে সর্বোচ্চ তিনবার অংশগ্রহণের প্রস্তাব গৃহীত হলেও তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সমালোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটি সংশোধন করে চারবার অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
এখন নতুন প্রস্তাবে চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাব অনুমোদন দেয়, তাহলে চাকরিপ্রত্যাশীদের জন্য এটি বড় একটি ইতিবাচক পরিবর্তন হবে।