ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছুদের জন্য অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালীয়, জাপানি, কোরিয়ান, মালয়, ফার্সি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি এবং বাংলা ভাষায় (শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য) ভর্তি নেওয়া হবে।
কোর্সের মেয়াদ হবে ১৫০ ঘণ্টা যা এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতি ক্লাস হবে ২ ঘণ্টার এবং সপ্তাহে দুই থেকে তিন দিন করে চলবে।
আবেদন করতে হলে প্রার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ (২.৫) থাকতে হবে। তবে ইংরেজি ভাষার কোর্সটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া
ভর্তি ফরম ইনস্টিটিউটের ওয়েবসাইট (https://portal.iml.du.ac.bd/Other registration) থেকে ডাউনলোড করা যাবে। জনতা ব্যাংকের টিএসসি শাখা থেকেও ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে একটি ছবি এবং নিজস্ব স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট পরিচালকের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
ইনস্টিটিউটের ১২৪ নম্বর অফিস কক্ষে ২২ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আন্তর্জাতিক ও স্থানীয় ভাষা শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আধুনিক ভাষা ইনস্টিটিউট
আধুনিক ভাষা ইনস্টিটিউট (ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষ প্রতিষ্ঠান। এটি ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা পালন করছে। যেখানে ১৪টি ভাষায় সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা ডিগ্রী প্রদান করা হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানে এক বছরের বাংলা ভাষা শিক্ষার বিশেষ কোর্স চালু রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোর্স সমুহ
- আরবি
- চীনা
- কোরীয়
- ফরাসি
- জার্মান
- ইতালীয়
- জাপানি
- ফার্সি
- রুশ
- হিন্দি
- স্পেনীয় ও তুর্কি ভাষার ওপর জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।
ইংরেজি ভাষায় কেবল জুনিয়র এবং সিনিয়র পর্যায়ের কোর্স চালু আছে। নিয়মিত প্রোগ্রাম হিসেবে ৪টি ভাষায় সম্মান (অনার্স) কোর্স পরিচালিত হয়। প্রোগ্রামগুলো হলো: বি.এ ইন ইংলিশ ফর স্পিকার্স অভ আদার ল্যাঙ্গুয়েজেস (ESOL), বি.এ ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, বি.এ ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এবং বি.এ ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। এসব প্রোগ্রামে ভর্তি হতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে খ ও ঘ ইউনিটে আবেদন করতে হয়। ভর্তির জন্য নির্ধারিত পরিমাণে বাংলা এবং ইংরেজি বিষয়ে নম্বর পেতে হবে।
পেশাদারদের জন্য প্রতিষ্ঠানটিতে এম.এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (MA in ELT) নামের একটি সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর এখানে এম.ফিল এবং পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি হন।
ভাষা কোর্সগুলোর প্রতিটি ধাপে আলাদা সার্টিফিকেট প্রদান করা হয়। তবে এক ধাপ সম্পন্ন না করলে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি মেলে না। প্রথমে এক বছরের জুনিয়র সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে হলে একটি ছোট প্রতিযোগিতায় অংশ নিতে হয়। উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কোর্সে আবেদন করতে পারেন। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫ থাকতে হবে।
এই প্রতিষ্ঠানের কোর্সগুলো শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়।