বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ড্রাফটে অংশ নেয় সাতটি ফ্র্যাঞ্চাইজি। এবারের বিপিএলে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় প্রতিযোগিতার উত্তাপ বেড়েছে।
এই বিপিএল আসরে প্রতিটি দল ড্রাফটে সর্বোচ্চ চার কোটি টাকা খরচ করতে পারবে, তবে ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে নেয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। সরাসরি চুক্তির ক্ষেত্রে আর্থিক বিষয়গুলো প্রকাশ না হওয়ায় এই খরচের সঠিক পরিমাণ জানা যায় না।
চট্টগ্রাম কিংস:
ড্রাফট শুরুর আগেই সাকিব আল হাসান ও শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে মঈন আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ বেশ কয়েকজন তারকাকে দলভুক্ত করেছে। ড্রাফট থেকে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নেয়া এই দলটি ড্রাফটে মোট খরচ করেছে প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা।
ফরচুন বরিশাল:
গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল এবারও সবার নজরে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তসহ মোট ২২ জন ক্রিকেটার নিয়ে তারা খরচ করেছে প্রায় ৬ কোটি ৮৭ লাখ টাকা।
সিলেট স্ট্রাইকার্স:
সবসময় আলোচনায় থাকা সিলেট স্ট্রাইকার্স এবারও মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে। ড্রাফট শেষে তানজিম সাকিব ও জাকের আলী অনিকসহ মোট ১৬ জন ক্রিকেটার নিয়ে দলটি খরচ করেছে প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা।
খুলনা টাইগার্স:
আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মতো খেলোয়াড়দের নিয়ে গঠিত খুলনা টাইগার্স ড্রাফট শেষে মোট ১৫ জন ক্রিকেটার দলে টেনেছে। দলটির ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা।
ঢাকা ক্যাপিটালস:
নবাগত এই দলটি প্লেয়ার্স ড্রাফটে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানসহ ১৬ জন ক্রিকেটার দলে নিয়েছে। তাদের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
দুর্বার রাজশাহী:
নতুন এই ফ্র্যাঞ্চাইজি ড্রাফটে সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটার নিয়েছে। সরাসরি চুক্তিতে এনামুল হক বিজয়কে দলে টেনে ড্রাফটে তাসকিন আহমেদের মতো তারকাকে দলে ভিড়িয়েছে। ড্রাফট শেষে দুর্বার রাজশাহীর ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
রংপুর রাইডার্স:
আগের আসরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে ধরে রাখা রংপুর রাইডার্স শেখ মাহেদী ও আলেক্স হেলসকে দলে ভিড়িয়েছে। ড্রাফট শেষে তাদের ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকা।
ড্রাফট শেষে দলগুলোর ব্যয়ের তথ্য প্রকাশ পেলেও সরাসরি চুক্তির খেলোয়াড়দের খরচ অন্তর্ভুক্ত না হওয়ায় প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। তবে এবারের বিপিএলে প্রতিযোগিতার উত্তেজনা যে তুঙ্গে থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।