পৌষের শীতের মধ্যেও যেন উত্তাপ ছড়ালো এক আলোচিত খবর—জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তার স্ত্রী কে এবং কেমন তার পরিচয়?
শনিবার (৪ জানুয়ারি) ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। এরপর থেকেই ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন “রোজাস ব্রাইডাল মেকওভার”। একজন সফল উদ্যোক্তা হিসেবে রোজা মেকআপ শিল্পে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
![তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা ROJA](https://amarcampus24.com/wp-content/uploads/2025/01/তাহসানের-দ্বিতীয়-স্ত্রী-রোজা-ROJA-2.jpeg)
গত এক দশকের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীর জীবনে প্রেরণা হয়ে উঠেছেন তিনি, তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন। তার সামাজিক মাধ্যমের অনুসারীদের সংখ্যাও উল্লেখযোগ্য, যেখানে তিনি নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়।
তাহসান-রোজার দাম্পত্য জীবনের শুরুতে শুভেচ্ছা জানিয়ে ভক্তরা লিখেছেন, “অবশেষে তাহসান চাঁদের আলো খুঁজে পেলেন। তার সেই প্রিয় গান যেন বাস্তবে রূপ পেল।”
![তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা ROJA](https://amarcampus24.com/wp-content/uploads/2025/01/তাহসানের-দ্বিতীয়-স্ত্রী-রোজা-ROJA-1.jpeg)
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তারা পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের ঘোষণা দেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবর নিয়ে এখনো আলোচনা চলছে, আর ভক্তরা তাদের প্রিয় তারকার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।