জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এমফিল (MPhil)-পিএইচডি (PhD) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (আইএলবিএস) পরিচালিত এই ভর্তি কার্যক্রমে আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। কলেজশিক্ষকদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন ফি নির্ধারিত হয়েছে ১,৫০০ টাকা। নির্বাচিত এমফিল গবেষকেরা প্রতি মাসে ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকেরা ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। আবেদনকারীরা ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই বছর মেয়াদি এমফিল প্রোগ্রামটির মোট ক্রেডিট ৪০। প্রথম বছরে দুটি সেমিস্টার (১২ মাস) সম্পন্ন করার পর দ্বিতীয় বছরে থিসিস সম্পাদন করতে হবে। আবেদনকারীদের ব্যাচেলর ও মাস্টার্স উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩ (৪-এর মধ্যে) থাকতে হবে।
অন্যদিকে, পিএইচডি প্রোগ্রামটির মেয়াদ চার বছর এবং মোট ক্রেডিট ৫২। এই প্রোগ্রামে ভর্তি হতে প্রার্থীর এমফিল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে একাডেমিশিয়ান, গবেষক, উন্নয়ন কর্মী বা অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রযোজ্য হলে যোগ্যতার শিথিলতা দিতে পারে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা চাকরিতে নিয়োজিত, তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসহ আবেদন করতে হবে। সব আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে— www.nu.ac.bd/admissions ঠিকানায়।
এমফিল (MPhil)
MPhil বা “Master of Philosophy” হলো একটি গবেষণা-নির্ভর উচ্চতর মাস্টার্স ডিগ্রি, যা সাধারণত PhD-এর পূর্বধাপ বা একটি সেতু-পর্ব হিসেবে বিবেচিত হয়।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে MPhil ডিগ্রি সাধারণত দুইভাবে প্রদান করা হয়—
Stand-alone MPhil: এটি একটি স্বতন্ত্র গবেষণা ডিগ্রি, যা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারতসহ অনেক দেশে প্রচলিত।
MPhil leading to PhD: এখানে শিক্ষার্থী প্রথমে MPhil প্রোগ্রামে ভর্তি হন এবং গবেষণায় সন্তোষজনক অগ্রগতি দেখালে সরাসরি PhD পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ পান।
সময়সীমা
- পূর্ণকালীন (Full-time): ১.৫ থেকে ২ বছর
- আংশিককালীন (Part-time): ৩ থেকে ৪ বছর
(যুক্তরাজ্যে সাধারণত ১–২ বছর, ভারতে ২ বছর এবং বাংলাদেশেও প্রায় ২ বছর মেয়াদি।)
মূল কাঠামো
- Research Proposal বা Synopsis জমা দেওয়া
- একজন Supervisor (তত্ত্বাবধায়ক) নিয়োগ
- নির্দিষ্ট বিষয়ের ওপর গবেষণা প্রকল্প বা Thesis সম্পাদন
- থিসিস জমা ও Viva Voce (মৌখিক পরীক্ষা)
অনেক বিশ্ববিদ্যালয়ে স্বল্প পরিসরের Coursework বা Research Methodology ক্লাসও অন্তর্ভুক্ত থাকে।
পিএইচডি (PhD)
PhD বা “Doctor of Philosophy” হলো সর্বোচ্চ একাডেমিক গবেষণা ডিগ্রি। এখানে “Philosophy” শব্দটি জ্ঞানের প্রতি ভালোবাসা (love of knowledge) বোঝাতে ব্যবহৃত হয়েছে। এটি শুধুমাত্র দর্শন নয়, বরং যেকোনো বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের গবেষণামূলক ডিগ্রি হিসেবে স্বীকৃত।
সময়সীমা
- পূর্ণকালীন (Full-time): ৩–৫ বছর
- আংশিককালীন (Part-time): ৫–৭ বছর পর্যন্ত
(দেশ ও গবেষণার ধরন অনুসারে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে।)
মূল কাঠামো
- প্রাথমিক Coursework বা Methodology Training
- Comprehensive / Qualifying Exam (কিছু দেশে বাধ্যতামূলক, যেমন যুক্তরাষ্ট্রে)
- Thesis Proposal Approval
- মৌলিক গবেষণা ও গবেষণাপত্র প্রকাশ (Original Research & Publication)
- Thesis Submission (প্রায় ৮০,০০০–১,০০,০০০ শব্দ)
- Viva Voce (Defense)
ভর্তি যোগ্যতা
- MPhil বা সমতুল্য গবেষণাভিত্তিক Master’s ডিগ্রি
- শক্তিশালী একাডেমিক রেজাল্ট ও মানসম্মত গবেষণা প্রস্তাব
- নির্ধারিত প্রফেসরের সম্মতি (Supervisor Consent)
- ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL)