জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছর মেয়াদি প্রফেশনাল এল.এল.বি কোর্সে ভর্তির জন্য সম্মান ৩ বছর মেয়াদী ডিগ্রি/ফাজিল অথবা ৪ বছর মেয়াদী অনার্স /সম-মান সম্পন্ন ডিগ্রি থাকতে হবে। শুধুমাত্র এইচ,এস,সি অথবা ডিপ্লোমা করে এই কোর্সে ভর্তি সম্ভব নয়। পূর্ববর্তী সকল পরিক্ষায় ৪০% নম্বর অথবা জিপিএ ২.০০ এর উপর থাকতে হবে।
সাধারণ প্রতিবছর এর নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এল.এল.বি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তবে অনেক কলেজ অগ্রীম ভর্তি নিয়ে থাকে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এর পুর্বেই কলেজ গুলো পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে থাকে।
কলেজ ভেদে ভর্তি ফি, মাসিক বেতন এবং আনুষাঙ্গিক খরচ কিছুটা তারতম্য হয়।তবে বেশিরভাগ কলেজে ভর্তি, অগ্রীম বেতন এবং আনুষাঙ্গিক খরচ মিলে ভর্তির সময় এককালীন খরচ ১২,০০০-১৫,০০০ টাকা।কলেজ গুলোর মাসিক বেতন ৮০০-১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।ফর্ম ফিলাপে সাধারণত ৬০০০-৬৫০০(কম-বেশি হতে পারে) টাকা প্রয়োজন হয়। ২ বছরের সম্পূর্ন কোর্স শেষ করতে কলেজ ভেদে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০/- এর মতো সর্বমোট খরচ হতে পারে।
এইচ.এস.সি পাস করার পর এল.এল.বি করার জন্য ৪ বছর মেয়াদি অনার্স কোর্স করতে হবে যা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে চলমান রয়েছে, কোন সরকারি কলেজে চলমান নেই। বিস্তারিত তথ্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এল.এল.বি ভর্তি প্রক্রিয়া ও বিস্তারিত
ভর্তির জন্য সকল নিম্নোক্ত ডকুমেন্ট ও ভর্তি ফি সহ যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে যেতে হবে অথাবা কলেজ প্রশাসন এর সাথে যোগাযোগ করতে হবে।
ভর্তির জন্য এস.এস.সি, এইস.এস.সি এবং সম্মান পাশের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য প্রয়োজনীয় সকল কিছুর ফটোকপি এবং ছবি প্র্যয়োজন হবে। প্রার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাতিত অন্যকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স পাস করে থাকে তাহলে অবশ্যই মাইগ্রেশন সনদ এর মুলকপি ভর্তির সময় জমা দিতে হবে।
একই বিশ্ববিদ্যালয়ে দুটি কোর্সে ভর্তি হওয়া যায় না,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সময়ে দুইটি কোর্সে ভর্তি হওয়া যাবে না। কেবল মাত্র মাস্টার্স শেষ বর্ষের সকল পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে অনার্স-এর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট দিয়ে ভর্তি হতে পারবেন। দ্বৈত ভর্তি শর্ত ভংগ করলে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত উল্লেখযোগ্য ল’ কলেজগুলোর নাম নিচে দেওয়া হলো:
- বগুড়া ল’ কলেজ, বগু ড়া।
- পিরোজপুর ল’ কলেজ,পিরোজপুর।
- বাগেরহাট ল’ কলেজ, বাগেরহাট।
- বঙ্গবন্ধু ল’ কলেজ, চট্টগ্রাম চট্টগ্রাম।
- বঙ্গবন্ধু ল’ কলেজ, কুমিল্লা কুমিল্লা।
- বঙ্গবন্ধু ল’ কলেজ, ঢাকা।
- বঙ্গবন্ধু ল’ কলেজ, মাদারিপুর।
- বাংলাদেশ ল’ কলেজ, ঢাকা।
- বরিশাল ল’ কলেজ, বরিশাল।
- ব্রাহ্মণবাড়িয়া ল’ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
- ক্যাপিটাল ল’ কলেজ, ঢাকা।
- সেন্ট্রাল ল’ কলেজ, খুলনা।
- সেন্ট্রাল ল’ কলেজ, ঢাকা।
- সেন্ট্রাল ল’ কলেজ, রাজশাহী।
- চাঁদপুর ল’ কলেজ, চাঁদপুর।
- চট্টগ্রাম ল’ কলেজ, চট্টগ্রাম।
- সিটি ল’ কলেজ, ঢাকা ঢাকা।
- সিটি ল’ কলেজ, খুলনা।
- কুমিল্লা ল’ কলেজ, কুমিল্লা।
- কক্সবাজার ল’ কলেজ, কক্সবাজার।
- দেওয়ান ইদ্রীস ল’ কলেজ, ঢাকা।
- ডেমরা ল’ কলেজ, ঢাকা।
- ঢাকা ল’ কলেজ, ঢাকা।
- ধানমন্ডি ল’ কলেজ, ঢাকা।
- দিনাজপুর ল’ কলেজ, দিনাজপুর।
- ফরিদপুর ল’ কলেজ, ফরিদপুর।
- ফাতেমা ল’ কলেজ, ঢাকা।
- ফেনী ল’ কলেজ, ফেনী।
- গাইবান্ধা ল’ কলেজ, গাইবান্ধা।
- গাজীপুর ল’ কলেজ, গাজীপুর।
- গ্রীনভিউ ল’ কলেজ, ঢাকা।
- হাশেম সুর্য সোসাইটি ল’ কলেজ, বরগুণা।
- আইডিয়াল ল’ কলেজ, ঢাকা।
- ইন্টারন্যাশনাল ল’ কলেজ, ঢাকা।
- জামালপুর ল’ কলেজ, জামালপুর।
- জান-ঈ-আলম ল’ কলেজ, ঢাকা।
- জয়পুরহাট ল’ কলেজ, জয়পুরহাট।
- খাগড়াছড়ি ল’ কলেজ, খাগড়াছড়ি।
- খন্দকার নুরুল হোসেন ল’ কলেজ, মানিকগঞ্জ।
- কুড়িগ্রাম ল’ কলেজ, কুড়িগ্রাম।
- কুষ্টিয়া ল’ কলেজ, কুষ্টিয়া
- লালমনিরহাট ল’ কলেজ, লালমনিরহাট
- লক্ষীপুর ল’ কলেজ, লক্ষীপুর
- লিবার্টি ল’ কলেজ, ঢাকা
- মাগুরা ল’ কলেজ, মাগুরা
- মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট
- মেট্রোপলিটন ল’ কলেজ, ঢাকা
- মিরপুর ল’ কলেজ, ঢাকা
- মোহাম্মদপুর ল’ কলেজ, ঢাকা
- মহানগর ল’ কলেজ, ঢাকা
- মুন্সিগঞ্জ ল’ কলেজ, মুন্সিগঞ্জ
- ময়মনসিংহ ল’ কলেজ, ময়মনসিংহ
- নওগাঁ ল’ কলেজ, নওগাঁ
- নারায়ণগঞ্জ ল’ কলেজ, নারায়ণগঞ্জ
- নরসিংদী ল’ কলেজ, নরসিংদী
- ন্যাশনাল ল’ কলেজ, গোপালগঞ্জ
- চাঁপাইনবাবগঞ্জ ল’ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
- নেত্রকোণা ল’ কলেজ, নেত্রকোণা
- নিউ এরা ল’ কলেজ, ঢাকা
- নোয়াখালী ল’ কলেজ, নোয়াখালী
- পটুয়াখালী ল’ কলেজ, পটুয়াখালী
- রাজশাহী ল’ কলেজ, রাজশাহী
- রাঙামাটি ল’ কলেজ, রাঙামাটি
- রংপুর ল’ কলেজ, রংপুর
- রূপনগর ল’ কলেজ, ঢাকা
- সাতক্ষীরা ল’ কলেজ, সাতক্ষীরা
- শহীদ আমিন উদ্দিন ল’ কলেজ, পাবনা
- শহীদ জিয়াউর রহমান ল’ কলেজ, ঝিনাইদহ
- শহীদ মশিউর রহমান ল’ কলেজ, খুলনা
- সিরাজগঞ্জ ল’ কলেজ ,সিরাজগঞ্জ
- সিলেট ল’ কলেজ, সিলেট
- টাঙ্গাইল ল’ কলেজ, টাঙ্গাইল
- ঠাকুরগাঁও ল’ কলেজ, ঠাকুরগাঁও।
I am interested to admitted the LLB…
Please help to me as possible. I am interested to admitted into Pabna or Rajshahi Division College…