কিছুদিন আগে প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফলাফল। এসএসসি পাশের পর সবারই স্বপ্ন থাকে ভালো একটি কলেজে ভর্তি হওয়া। তবে রাজধানীর নামকরা বেসরকারি কলেজ গুলো অনেক ব্যয়বহুল। সবার পক্ষে বেসরকারি কলেজগুলোতে পড়াশোনার খরচ চালানো সম্ভব হয় না। তবে ঢাকায় রয়েছে বেশকিছু নামকরা সরকারি কলেজ। এই কলেজ গুলোর পড়াশোনার মান অনেক প্রাইভেট কলেজ থেকেও বেশি। এই সরকারি কলেজগুলোর ফলাফল সারা বাংলাদেশের মধ্যে প্রথমদিকে থাকে। তাই আজকে আমরা জানবো ঢাকার সেরা ১০ সরকারি কলেজ (Top 10 Gov. College in Dhaka) সম্পর্কে।
ঢাকার সেরা ১০ সরকারি কলেজের নাম
১। ঢাকা কলেজ, ঢাকা ।
২। সরকারি বিজ্ঞান কলেজ , তেজগাঁও, ঢাকা ।
৩। সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
৪। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
৫। কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
৬। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
৭। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা ।
৮। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ।
৯। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ।
১০। পল্লবী সরকারি কলেজ (সরকারি বঙ্গবন্ধু কলেজ), ঢাকা ।
ঢাকা কলেজ, ঢাকা । Dhaka College, Dhaka
১৮৩৫ সালের ১৫ জুলাই ‘ঢাকা গভর্নমেন্ট স্কুল’ নামে যাত্রা শুরু করে। ১৮৪১ সালের ২০ নভেম্বর এটি ‘ঢাকা কলেজ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।
নিউমার্কেট এলাকায় অবস্থিত ১৮.৫ একর আয়তনের ক্যাম্পাসে এই কলেজে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, বিশাল গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও অডিটোরিয়াম।
ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি নেওয়া হয়। ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং শিক্ষার মান অনেক উচ্চ। ক্লাসগুলো অত্যন্ত নিয়মিত এবং দক্ষ শিক্ষকদের দ্বারা পরিচালিত হয়।
একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি বিভাগে নিয়মিত ক্লাস, মাসিক টেস্ট, উপস্থিতি চেক (৮০% অবধি বাধ্যতামূলক), এবং ফেস/ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক উপস্থিতি ব্যবস্থা রয়েছে। বিজ্ঞান বিভাগে আধুনিক ল্যাব সুবিধা, আবার ব্যবসায় ও মানবিক বিভাগেও নিয়মিত অ্যাসাইনমেন্ট ও সেমিনার অনুষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৮৪১
- আসন সংখ্যা: ১২০০ (বিজ্ঞান: ৯০০, ব্যবসা: ১৫০, মানবিক: ১৫০)
- বিভাগ: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক।
সরকারি বিজ্ঞান কলেজ । Govt. Science College
১৯৫৪ সালে ‘টেকনিক্যাল হাই স্কুল’ হিসেবে যাত্রা শুরু করে, ১৯৬২ সালে এটি ‘ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ’ এবং ১৯৮৫ সালে ‘সরকারি বিজ্ঞান কলেজ’ নামে স্বীকৃতি পায়।
ফার্মগেট এলাকায় ৯ একর জায়গাজুড়ে একটি বৃহৎ এবং সুসজ্জিত ক্যাম্পাসে প্রতিষ্ঠানটি অবস্থিত। এখানে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ, কম্পিউটার ও বিজ্ঞানাগার, একাডেমিক ভবন ও সহ‑পাঠ্যক্রমিক সুবিধা কেন্দ্র।
শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিখ্যাত এই কলেজে ল্যাবভিত্তিক শিক্ষা কার্যক্রম খুবই শক্তিশালী। প্রতি বছর এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ এখানে ভর্তি হয়।
৮টি শাখায় ১২৫ জন করে শিক্ষার্থী চালু আছে। সকাল ৯টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত ক্লাস, এরপর ল্যাব সেশন (১:৪৫–৩:৪৫), সপ্তাহে ১ দিন ল্যাব ক্লাস বাধ্যতামূলক। ফেস/ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক উপস্থিতি, নিয়মিত কুইজ ও প্রজেক্ট ক্লাব কার্যক্রম থাকে।
- প্রতিষ্ঠা: ১৯৮৫
- আসন: ১২৪৫ (শুধু বিজ্ঞান বিভাগে)
- বিভাগ: বিজ্ঞান (বাংলা, ইংরেজি সংস্করণ)
সরকারি বাঙলা কলেজ । Govt Bangla College
সরকারি বাঙলা কলেজ ভাষা আন্দোলনের আদর্শে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে বাংলা ভাষাভিত্তিক পাঠ্যক্রম অনুসরণ করা হয়। এটি ভাষার প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য আসন ৩৩ লাখ | ফাকা থাকবে ২০ লাখ
বিজ্ঞান, মানবিক, ও বাণিজ্য বিভাগ ছাড়াও এখানে অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান চালু রয়েছে। বাংলা ভাষাভিত্তিক শিক্ষা পদ্ধতি, ক্লাসরুম-ভিত্তিক টিউশন, পরিকল্পিত মাস্টারি ক্লাস এবং সেমিনার। সাপ্তাহিক টেস্ট ও উপস্থিতি নজরদারির পাশাপাশি ডিবেট ও সাংস্কৃতিক কার্যক্রমও প্রচুর।
- প্রতিষ্ঠা: ১৯৬২
- আসন: আনুমানিক ১২০০–১৩০০ (বিজ্ঞান ও মানবিক–বাণিজ্যসহ)
- বিভাগ: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক (বাংলা মাধ্যমে)
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ । Govt. Shahid Sohrawardi College
কলেজটি পুরান ঢাকা এলাকায় অবস্থিত এবং এটি ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় সরকারি কলেজগুলোর একটি। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি জাতীয়করণ করা হয়।
এই কলেজে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের অধীনে একাধিক বিষয় রয়েছে। এখানে ভালো শিক্ষকগণের দ্বারা পাঠদান করানো হয়। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
প্রযুক্তির ব্যবহার ও পাঠদানের আধুনিক পদ্ধতিকে গুরুত্ব দিয়ে থাকে এই কলেজটি। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া, গ্রুপ স্টাডি, কুইজ এবং অনলাইন রিসোর্স ব্যবহার—এসবের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা হয়। ক্যাম্পাসে রয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরি, যা শিক্ষার্থীদের জন্য সহায়ক।
- প্রতিষ্ঠা: ১৯৪৯
- আসন: প্রায় ১১০০–১২০০ (বিজ্ঞান, ব্যবসা, মানবিক)
- বিভাগ: তিন বিভাগেই ভর্তি
কবি নজরুল সরকারি কলেজ । Kabi Nazrul Govt. College
পুরান ঢাকায় অবস্থিত এই কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রতি বছর বিশাল প্রতিযোগিতা সাপেক্ষে হয়। শিক্ষা মান, ডিসিপ্লিন এবং পরীক্ষায় সাফল্য কলেজটিকে জনপ্রিয় করে তুলেছে।
এই কলেজের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর নামানুসারে, যা শিক্ষার্থীদের মাঝে জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করে।
এখানে রয়েছে একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব, যা শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে সহায়তা করে।
- প্রতিষ্ঠা: ১৯৬৭
- আসন: ১১০০ (বিজ্ঞান ও মানবিক)
- বিভাগ: বিজ্ঞান, মানবিক
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ । Begum Badrunnessa Govt. Girls College
নারী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠানটি মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে একাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সুসংগঠিত ক্লাসরুটিন ও নারী-বান্ধব পরিবেশ নিশ্চিত করে।
এই কলেজে রয়েছে উচ্চমানের একাডেমিক পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং আধুনিক অবকাঠামো। উচ্চমাধ্যমিক থেকে অনার্স ও মাস্টার্স পর্যায় পর্যন্ত এখানে বিভিন্ন বিষয়ের ওপর পাঠদান করা হয়। বিশেষ করে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এই কলেজের ফলাফল সবসময়ই প্রশংসনীয়।
নিরাপদ ক্যাম্পাস, লাইব্রেরি সুবিধা, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম এবং আধুনিক ল্যাব সুবিধা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়তা করে।
- প্রতিষ্ঠা: ১৯৪৮
- আসন: ১২০০ (মহিলা শিক্ষার্থীদের জন্য, তিন বিভাগে)
- বিভাগ: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এন্ড কলেজ । Government Laboratory High School and College
ঢাকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ, যা শিক্ষার মান, শৃঙ্খলা এবং সৃজনশীলতার দিক থেকে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।
এই প্রতিষ্ঠানটি শুরুতে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি কলেজ শাখা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। এতে রয়েছে সঠিক উপস্থিতি রেকর্ডিং, নিয়মিত রিভিশন টেস্টের ব্যবস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৭০
- আসন: ১০০০ (বিজ্ঞান প্রধান)
- বিভাগ: বিজ্ঞান, মানবিক, ব্যবসায়
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ । Govt. Mohammadpur Model School and College
২০০৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়েই শিক্ষা, শৃঙ্খলা এবং সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের মাধ্যমে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের আস্থা অর্জন করেছে।
শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে পাঠদান করে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করে থাকেন, যা শিক্ষার্থীদের ফলাফলে প্রতিফলিত হয়। প্রতি বছরই এই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেয়।
শুধু শিক্ষায় নয়, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কাউটিংয়ের মতো সহ-শিক্ষা কার্যক্রমেও এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশংসনীয়। কলেজটির নিজস্ব একাডেমিক ভবন, লাইব্রেরি, বিজ্ঞানাগার এবং ডিজিটাল ক্লাসরুম রয়েছে, যা একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের সব রকম সুবিধা নিশ্চিত করে।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ । Motijheel Govt. Boy’s High School and College
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রথমে একটি উচ্চ বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। পরে ধাপে ধাপে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু হওয়ার মাধ্যমে কলেজ শাখাও সংযুক্ত হয়। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, তথ্যপ্রযুক্তি সুবিধা ও পাঠ্য-বহির্ভূত কার্যক্রমের সমন্বয়ে এখানে গড়ে উঠেছে একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ।
প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বিতর্ক, কুইজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও প্রতিষ্ঠানটির ছাত্ররা সুনাম অর্জন করে থাকে।
পল্লবী সরকারি কলেজ (সরকারি বঙ্গবন্ধু কলেজ) | Pallabi Govt. College
রাজধানী ঢাকার মিরপুর-১২ এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পল্লবী সরকারি কলেজটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সরকারিকরণের পর কলেজটির অবকাঠামো, একাডেমিক মান এবং প্রশাসনিক কার্যক্রমে এসেছে ইতিবাচক পরিবর্তন। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণির পাশাপাশি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম চালু রয়েছে।
মিরপুর ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য পল্লবী সরকারি কলেজ এখন এক নির্ভরযোগ্য শিক্ষাগন্তব্য, যা সাশ্রয়ী খরচে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করছে।