ঢাকা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা কলেজের ইআইআইএন নম্বর: ১০৭৯৭৭।
ঢাকা কলেজে আবেদনের ন্যূনতম যোগ্যতা
যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভাগভিত্তিক ন্যূনতম জিপিএ মানদণ্ড হলো—
- ১. বিজ্ঞান বিভাগ (বাংলা ভার্সন): ন্যূনতম জিপিএ ৫.০০
- ২. ব্যবসায় শিক্ষা বিভাগ (বাংলা ভার্সন): ন্যূনতম জিপিএ ৪.৭৫
- ৩. মানবিক বিভাগ (বাংলা ভার্সন): ন্যূনতম জিপিএ ৪.৫০
ঢাকা কলেজের আসনসংখ্যা
- বিজ্ঞান বিভাগে ৯০০টি,
- ব্যবসায় শিক্ষায় ১৫০টি এবং
- মানবিকে ১৫০টি
আসনে ভর্তি দেওয়া হবে।
ভর্তি ও কলেজ–সংক্রান্ত তথ্য
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে।
- অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
- এসএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করা হবে।
- ভর্তির ফলাফল বোর্ড কর্তৃক তিনটি ধাপে প্রকাশ করা হবে।
- একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দের ভিত্তিতে শুধুমাত্র একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
- নির্বাচিত শিক্ষার্থীকে অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ঢাকা কলেজের ওয়েবসাইটে ভিজিট করুন।
আরও পড়ুন: নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসন ৩২৯০টি
বিগত বছরে ঢাকা কলেজের সাফল্য
২০২৪ সালে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় ঢাকা কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র পাঁচজন ছাড়া বাকি সবাই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ২০২৪ সালে এ কলেজ থেকে মোট ১ হাজার ৫৩ জন পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে পাস করেছেন ১ হাজার ৪৮ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৮১ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৯৬৬ জন শিক্ষার্থী, যা ২০২৩ সালের তুলনায় ১৫৪ জন বেশি। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের পাসের হারও ২০২৩ সালের তুলনায় বেশি। এ কলেজে এইচএসসিতে ২০২৪ সালে পাসের হার ৯৯.৮১ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৯৯.৫৪ শতাংশ এবং এর আগের বছরে ছিল ৯৯.৮৩ শতাংশ।
ঢাকা কলেজের ইতিহাস
ঢাকা কলেজ বাংলাদেশের প্রাচীনতম ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। ১৮৪১ সালে এটি ঢাকা ইংরেজি স্কুল হিসেবে যাত্রা শুরু করে এবং ১৮৪৬ সালে ঢাকা কলেজ নামে পরিচিতি লাভ করে। ব্রিটিশ শাসনামলে আধুনিক শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কলেজ ছিল পূর্ব বাংলার প্রথম আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠার প্রাথমিক সময়ে কলেজটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী নীলক্ষেত এলাকায় অবস্থিত ছিল। পরবর্তীতে ১৯৫৫ সালে এটি ধানমন্ডিতে বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বহু বছর ধরে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ কলেজ থেকে বহু খ্যাতিমান বিদ্বান, রাজনীতিবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক দেশকে গৌরবান্বিত করেছেন। ঐতিহ্য, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে ঢাকা কলেজ এখনও দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।