নটর ডেম কলেজ ভর্তি গাইড: সিলেবাস ও বিস্তারিত তথ্য

নটর ডেম কলেজ ভর্তি গাইড এ ভর্তি পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হলো। বরাবরের মতো নটরডেম কলেজ এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তি করাবে। নটরডেম সহ মোট ৪ টি কলেজে শুধুমাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি করানো হয়। বাকি কলেজগুলোতে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তি নিয়ে থাকে। যে চারটি কলেজে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়ে থাকে সেই কলেজগুলো হলো-

  • নটর ডেম কলেজ
  • হলি ক্রস কলেজ
  • সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল
  • সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ

নটর ডেম কলেজ | Notre Dame College (NDC)

১৯৪৯ সালের নভেম্বর মাসে ঢাকার লক্ষীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুযায়ী রোমান ক্যাথলিক ধর্মযাজক সম্প্রদায়ের উদ্যোগে নটরডেম কলেজ প্রতিষ্ঠা করা হয়।

বর্তমানে নটরডেম কলেজে ৯৪ জন শিক্ষক এবং ৬৫৮৯ জন শিক্ষার্থী রয়েছে, এবং কলেজটির মোট ভবনের সংখ্যা ৬টি।

প্রথমদিকে প্রতিষ্ঠানটি ‘সেন্ট গ্রেগরিজ কলেজ’ নামে পরিচিত ছিল। ১৯৫৪ খ্রিষ্টাব্দে এটি আরামবাগে স্থানান্তর করা হলে নতুন নামকরণ করা হয় ‘নটরডেম কলেজ’।

নটরডেম কলেজ ঢাকার আরামবাগে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এই কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী এই কলেজে ভর্তির জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। ভর্তি প্রক্রিয়া সাধারণত এসএসসি পরীক্ষার ফলাফল ও একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়।

কেন নটর ডেম কলেজ বেছে নেবেন?

  • অসাধারণ ফলাফলের ধারাবাহিকতা
  • মানসম্পন্ন শিক্ষকবৃন্দ
  • উন্নত পাঠদান পদ্ধতি
  • সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
  • নৈতিক ও নেতৃত্ব বিকাশের উপযোগী পরিবেশ

নটরডেম কলেজে ভর্তির যোগ্যতা

বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ২০২৫ সালের এসএসসি / আলিম বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ন্যূনতম GPA ৫.০০ থাকতে হবে। অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য ২০২৫ সালের এসএসসি/ আলিম বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ন্যূনতম GPA ৪.০০ থাকতে হবে।

আরও পড়ুন: নটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে হবে ভর্তি পরীক্ষা

মানবিক বিভাগে ভর্তির জন্য ২০২৫ সালের এসএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ন্যূনতম GPA ৩.০০ থাকতে হবে।

নটরডেম কলেজে বিভাগ পরিবর্তনের জন্য অতিরিক্ত শর্ত প্রযোজ্য:

  • বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায়: জিপিএ ৪.৫০
  • বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে: জিপিএ ৩.৫০

O-Level পাস অথবা বাংলা মাধ্যম থেকে ইংরেজি ভার্সনে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন

বিগত বছরের তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সাধারণ মানবণ্টনের একটি নমুনা নিচে দেয়া হলো:

নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন প্রতিবছর পরিবর্তিত হতে পারে। তবে গত কয়েক বছরের প্রশ্নপ্যাটার্ন অনুসারে দেখা যায়, সাধারণত ৬০ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয় যেখানে সময় থাকে ৬০ মিনিট।

বিজ্ঞান বিভাগ: মোট প্রশ্ন = ৬০

  • পদার্থবিজ্ঞান: ৫–১০টি
  • রসায়ন: ৩–১০টি
  • গণিত: ৫–১২টি
  • ইংরেজি: ৩–১৫টি
  • বাংলা: ৮–১৭টি
  • আইসিটি (ICT): ৫–১২টি
  • জীববিজ্ঞান: ২–৫টি

ব্যবসায় শিক্ষা বিভাগ: মোট প্রশ্ন = ৬০

  • হিসাববিজ্ঞান: ৫–২২টি
  • ফিন্যান্স: ৪–১০টি
  • ব্যবসা উদ্যোগ: ৩–১২টি
  • ইংরেজি: ৫–১২টি
  • বাংলা: ৪–৮টি
  • আইসিটি (ICT): ৩–৭টি
  • সাধারণ জ্ঞান: ২–৪টি

ভাইভা পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাধারণত ভাইভা পরীক্ষা নেওয়া হয়। তবে গত বছর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ বছর এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি ভাইভা পরীক্ষা হবে কি না। তাই অবশ্যই ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

নটরডেম কলেজে পড়ার খরচ : ভর্তি ফি ও বেতন

নটরডেম কলেজের ভর্তি ফি ও বেতন বিভাগ, ভার্সন ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে বিভাগ ও ভার্সন অনুযায়ী ভর্তি ফি ও খরচের একটি আনুমানিক হিসেব দেয়া হলো।

বাংলা ভার্সন – বিজ্ঞান বিভাগ

বিজ্ঞান শাখায় বাংলা ভার্সনে ভর্তি হওয়ার সময় প্রাথমিকভাবে প্রায় ১৭,৫০০ টাকা গ্রহণ করা হয়, যার মধ্যে ভর্তি ফি, পরবর্তী ছয় মাসের বেতন, একটি ব্যাগ ও দুই সেট ড্রেস অন্তর্ভুক্ত থাকে।

এই ভার্সনে বিজ্ঞান বিভাগের মাসিক বেতন ১,৩০০ টাকা, যা ছয় মাস পরপর সেমিস্টার ফি হিসেবে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করতে হয়। (১৩০০×৬)=৭,৮০০ টাকা। এই টাকার মধ্যে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি, ল্যাবরেটরি খরচ ও অনলাইন চার্জ অন্তর্ভুক্ত থাকে।

একাদশ শ্রেণি উত্তীর্ণের পর দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় ১০,০০০ টাকা পরিশোধ করতে হয়।

ইংলিশ ভার্সন – বিজ্ঞান বিভাগ

ইংলিশ ভার্সনের বিজ্ঞান বিভাগে প্রথমবার ভর্তি হওয়ার সময় ২৬,৪০০ টাকা পরিশোধ করতে হয়, যাতে ভর্তি ফি, পরবর্তী ছয় মাসের বেতন, দুই সেট ড্রেস ও একটি ব্যাগ অন্তর্ভুক্ত থাকে।

এই ভার্সনে বিজ্ঞান বিভাগের মাসিক বেতন ২,৬০০ টাকা, যা ছয় মাস পরপর সেমিস্টার ফি হিসেবে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে প্রদান করতে হয়। (২৬০০×৬)=১৫,৬০০ টাকা। এর মধ্যে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি, ল্যাবরেটরি খরচ ও অনলাইন চার্জ অন্তর্ভুক্ত থাকে।

একাদশ শ্রেণি সম্পন্নের পর দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় ২০,০০০ টাকা নেওয়া হয়।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা

মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হওয়ার সময় ৮,৭০০ টাকা নেওয়া হয়, যার মধ্যে ভর্তি ফি, পরবর্তী ছয় মাসের বেতন, দুই সেট ড্রেস ও একটি ব্যাগ অন্তর্ভুক্ত থাকে।

এই দুই শাখার মাসিক বেতন ১,০০০ টাকা, যা ছয় মাস পরপর সেমিস্টার ফি হিসেবে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করতে হয়। (১০০০×৬)=৬,০০০ টাকা। এতে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পেপার ফি ও অনলাইন চার্জ অন্তর্ভুক্ত থাকে।

একাদশ শ্রেণি শেষ করে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় ১০,০০০ টাকা পরিশোধ করতে হয়।

নটরডেম কলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

নটরডেম কলেজ (NDC) একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যা সম্পূর্ণভাবে ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্গত Holy Cross ধর্মযাজকদের পরিচালনায় পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি সরকারি কোনো আর্থিক সহায়তা গ্রহণ করে না; এটি সম্পূর্ণ স্বনির্ভর এবং শিক্ষার্থীদের টিউশন ফি দ্বারা পরিচালিত।

বর্তমানে বাংলাদেশে দুটি নটরডেম কলেজ রয়েছে। একটি ঢাকার মতিঝিলে অবস্থিত, যা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে পরিচিত। অপরটি ময়মনসিংহে অবস্থিত, যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। উভয় কলেজই খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান “Holy Cross Fathers” কর্তৃক পরিচালিত। তবে “নটরডেম” নাম বহনকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান মূল কলেজের কোনো শাখা নয়।

Leave a Comment