নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসন ৩২৯০টি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজ (Notre Dame College) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ভর্তির আবেদন ফরম পূরণ

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত নটর ডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন সংক্রান্ত নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ আছে। অনলাইন আবেদনকালে ভর্তি পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৪০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তিত হয়ে আবেদনের যোগ্যতা অর্জন করলে, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুই দিনের মধ্যে সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি পরিচালিত প্রত্যন্ত অঞ্চলের স্কুল বিবেচনায় আনা হবে।

হেল্পলাইন নম্বর:

  • ০১৯৩৩৩২২৫৩০,
  • ০১৯৩৩৩২২৫৩১,
  • ০১৯৩৩৩২২৫৩২,
  • ০১৭১০০৩৬৮৭১

(সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

নটর ডেম কলেজে ভর্তির আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫.০০,
মানবিক বিভাগ: জিপিএ-৩.০০,
ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪.০০।

  • এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন না।
  • ‘ও’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় যেতে হলে জিপিএ-৪.২৫ এবং বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে হলে জিপিএ-৩.৫০ থাকতে হবে।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে আসনসংখ্যা

মোট আসন সংখ্যা ৩,২৯০টি।

বিজ্ঞান বিভাগ:

বাংলা মাধ্যম – ১,৮১০টি,

ইংরেজি ভার্সন – ৩২০টি

মানবিক বিভাগ: ৪১০টি

ব্যবসায় শিক্ষা বিভাগ: ৭৫০টি।

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন

সকল প্রার্থীকে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ভর্তির প্রবেশপত্রেই স্বয়ংক্রিয়ভাবে উল্লেখ থাকবে। এসএসসি পরীক্ষার জিপিএ এবং কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম) থেকে ১,৯০০ জন, বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভার্সন) থেকে ৪০০ জন, মানবিক বিভাগ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। এসএসসির ফলাফল, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিষয়

পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষায় আবেদন করেছে, তাদের ‘বিজ্ঞান বিভাগের প্রশ্নে’ এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে আবেদন করেছে, তাদের ‘ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে।

বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়সমূহ—

বিজ্ঞান বিভাগ:

  • বাংলা,
  • ইংরেজি,
  • উচ্চতর গণিত,
  • পদার্থবিজ্ঞান,
  • রসায়ন,
  • জীববিজ্ঞান

মানবিক বিভাগ:

  • বাংলা,
  • ইংরেজি,
  • আইসিটি,
  • সাধারণ জ্ঞান

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি: ঢাকার সেরা ২০ কলেজ ও আসন সংখ্যা

ব্যবসায় শিক্ষা বিভাগ:

  • বাংলা,
  • ইংরেজি,
  • হিসাববিজ্ঞান,
  • আইসিটি,
  • সাধারণ জ্ঞান

ধূমপান করলে ভর্তি হওয়া যাবে না নটর ডেম কলেজে

কলেজের নিজস্ব নীতিমালার ভিত্তিতে ভর্তির জন্য অনুমতি প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, যারা নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণে অনীহা প্রকাশ করবেন কিংবা যারা ধূমপানে আসক্ত, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

শনিবার (২৬ জুলাই) কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কলেজের শৃঙ্খলা, নিয়মনীতি ও শিক্ষার পরিবেশ রক্ষায় এসব বিষয় কঠোরভাবে বিবেচনায় নেওয়া হবে।

Leave a Comment