বাংলাদেশ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে হাইকমিশন স্থাপনের মাধ্যমে বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করছে। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় এক হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এতদিন নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কনস্যুলার সেবা নিতে হতো, যা তাদের জন্য সময়সাপেক্ষ এবং আর্থিকভাবে ব্যয়বহুল ছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিউজিল্যান্ডে ইতোমধ্যেই ভারত, পাকিস্তানসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে।
নতুন হাইকমিশনের জন্য প্রয়োজনীয় ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন এবং কনস্যুলার অফিসের সংখ্যা বেড়ে ৮০-তে পৌঁছেছে।