বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: এমওডিসি সৈনিক
পদসংখ্যা: জেলা ভিত্তিক

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ সেনাবাহিনীর রেংকিং বা পদমর্যাদা

নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সৈনিক

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)

কমিশন্ড অফিসার

(বি.দ্র: বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের ক্যারিয়ার শুরু হয় লেফটেন্যান্ট পদবী থেকে। একসময়ে প্রচলিত সেকেন্ড লেফটেন্যান্ট পদবীটি বর্তমানে আর ব্যবহৃত হয় না।)

বাংলাদেশ সেনাবাহিনী

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’

—এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পথচলা শুরু। জন্মলগ্ন থেকে অসীম ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সেনাবাহিনী আজ এক আধুনিক, দক্ষ ও চৌকস বাহিনীতে রূপান্তরিত হয়েছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এক অনন্য ভূমিকা রেখে চলেছে। বিশ্ব শান্তিরক্ষা মিশনে তাদের অবদান দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গর্বিত করেছে। এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অভ্যন্তরীণ সংকট নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা অসামরিক প্রশাসনের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Leave a Comment