বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ নভেম্বর ২০২৪ থেকে এবং চলবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: এমওডিসি সৈনিক
পদসংখ্যা: জেলা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
১. সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০।
২. করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০।
৩. আর্মোরার ট্রেড (ARMR): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (বিজ্ঞান বিভাগ)।
বয়সসীমা
- ২০২৫ সালের ১৬ মার্চ তারিখে বয়স ১৭ থেকে ২৫ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা
উচ্চতা:
- সাধারণ প্রার্থীদের জন্য: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ সম্প্রদায়ের জন্য: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন:
- ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ:
- স্বাভাবিক: ৩০ ইঞ্চি।
- স্ফীত: ৩২ ইঞ্চি।
চোখ:
- স্বাভাবিক দৃষ্টি (৬/৬), বর্ণান্ধ প্রার্থী গ্রহণযোগ্য নয়।
সাঁতার:
- ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানা আবশ্যক।
অন্যান্য যোগ্যতা
বৈবাহিক অবস্থা: প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন মাসিক বেতন: ৮,৮০০ টাকা।
প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৫ নভেম্বর ২০২৪।
আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪।
আবেদন প্রক্রিয়া
modc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বাংলাদেশ সেনাবাহিনীর রেংকিং বা পদমর্যাদা
নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সৈনিক
- সৈনিক
- ল্যান্স কর্পোরাল
- কর্পোরাল
- সার্জেন্ট
- কোম্পানি/ব্যাটারি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট
- কোম্পানি/ব্যাটারি সার্জেন্ট মেজর
- ব্যাটালিয়ন/রেজিমেন্ট কোয়ার্টার মাস্টার সার্জেন্ট
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)
- ওয়ারেন্ট অফিসার
- সিনিয়র ওয়ারেন্ট অফিসার
- মাস্টার ওয়ারেন্ট অফিসার
- অনারারি লেফটেন্যান্ট
- অনারারি ক্যাপ্টেন
কমিশন্ড অফিসার
- সেকেন্ড লেফটেন্যান্ট
- লেফটেন্যান্ট
- ক্যাপ্টেন
- মেজর
- লেফটেন্যান্ট কর্ণেল
- কর্ণেল
- ব্রিগেডিয়ার জেনারেল
- মেজর জেনারেল
- লেফটেন্যান্ট জেনারেল
- জেনারেল
(বি.দ্র: বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের ক্যারিয়ার শুরু হয় লেফটেন্যান্ট পদবী থেকে। একসময়ে প্রচলিত সেকেন্ড লেফটেন্যান্ট পদবীটি বর্তমানে আর ব্যবহৃত হয় না।)
বাংলাদেশ সেনাবাহিনী
‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’
—এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পথচলা শুরু। জন্মলগ্ন থেকে অসীম ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সেনাবাহিনী আজ এক আধুনিক, দক্ষ ও চৌকস বাহিনীতে রূপান্তরিত হয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এক অনন্য ভূমিকা রেখে চলেছে। বিশ্ব শান্তিরক্ষা মিশনে তাদের অবদান দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গর্বিত করেছে। এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অভ্যন্তরীণ সংকট নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা অসামরিক প্রশাসনের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।