নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বলেছিলেন, তাঁর প্রধান নীতিগুলোর একটি হবে ‘নেইবারহুড ফার্স্ট’– অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন। তবে দশ বছর পর চিত্রটা উল্টো। প্রতিবেশী নয়টি দেশের মধ্যে ভারতের সঙ্গে বেশিরভাগের সম্পর্কই অবনতি হয়েছে। বিশেষ করে ২০২৪ সাল এদিক থেকে ভারতের জন্য আরও চ্যালেঞ্জিং ছিল।
ভারতের সীমান্ত রয়েছে নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সঙ্গে। এছাড়া সমুদ্রসীমান্ত রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে। সবমিলিয়ে প্রতিবেশী দেশের সংখ্যা নয়। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বলছে, মোদি সরকারের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক আগেও টানাপোড়নের মধ্যে ছিল। তবে এ বছর ভারতের পরোক্ষ সমর্থনে নেপালে অর্থনৈতিক অবরোধ আরোপের ঘটনা জনমনে ভারতবিরোধী মনোভাবকে আরও উসকে দিয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে ভারতবিরোধী বিক্ষোভ করেছেন। এই পরিস্থিতি দ্রুত পাল্টাবে, এমন আশা কম।
ভুটান, যা একসময় ভারতের ওপর নির্ভরশীল ছিল, এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। দোকলাম ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়ে ভুটানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধান হতে পারে চীনের সঙ্গে সমঝোতার মাধ্যমে। এই মনোভাব ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং বিদ্রোহীদের দখলে ভারতের সীমান্তবর্তী অঞ্চল চলে যাওয়া ভারতের জন্য উদ্বেগজনক। মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিবাদ ২০২৪ সালেও মেটেনি। বরং পূর্ব লাদাখে সেনাদের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা আরও বেড়েছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকালই বৈরী। কাশ্মীর ইস্যুতে চারবার যুদ্ধ হয়েছে। এই সম্পর্কের উন্নতির সম্ভাবনা এখনো নেই।
মালদ্বীপের নতুন প্রধানমন্ত্রী মুহাম্মদ মুইজ্জুর ভারতবিরোধী মনোভাব ভারত-মালদ্বীপ সম্পর্ককে আরও খারাপ করেছে। তাঁর ‘ইন্ডিয়া আউট’ স্লোগানের ভিত্তিতেই ক্ষমতায় আসা এবং সেনা প্রত্যাহারের দাবি ভারতের জন্য বড় আঘাত।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক চীনের ঘনিষ্ঠ। তাঁর শাসনামলে শ্রীলঙ্কায় ভারতের প্রভাব কমে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাবলিতে সেই সম্পর্কেও ফাটল ধরেছে। গত ৫ আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং সরকার ব্যবস্থার পরিবর্তন ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ভারসাম্য নষ্ট করেছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করেছে। এতে দুই দেশের মধ্যে চিকিৎসা, পর্যটন, বিনোদন এবং বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এর ফলে উভয় দেশের নাগরিক এবং ব্যবসায়িক মহলে ক্ষোভ বাড়ছে।
এছাড়াও, সম্প্রতি ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলার একটি ঘটনা ঘটেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে। এই ঘটনার পর বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।
দুই দেশের সম্পর্কের এই অবনতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে দীর্ঘদিনের কূটনৈতিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক পুনরায় স্থিতিশীল করতে উভয় দেশকেই সচেতন হতে হবে।
বিশ্লেষকদের মতে, ভারতের পররাষ্ট্রনীতিতে গুরুতর ত্রুটি রয়েছে, যার কারণে একের পর এক প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির ব্যর্থতা ভারতকে তার কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনার তাগিদ দিচ্ছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, বিবিসি, এএফপি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।