রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ কলেজ (St. Joseph College) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং এ ক্ষেত্রে জিপিএসহ যোগ্যতার শর্ত উল্লেখ করা হয়েছে। ২৬ জুলাই প্রতিষ্ঠান প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেন্ট যোসেফের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে এবং চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা নির্দিষ্ট লিংকে প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ আগস্ট।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা:
বিভাগ | মাধ্যম/ভার্সন | এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ | বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে | ন্যূনতম জিপিএ |
---|---|---|---|---|
বিজ্ঞান | বাংলা | ৫.০০ | বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ | ৪.০০ |
বিজ্ঞান | ইংরেজি | ৫.০০ | বিজ্ঞান থেকে মানবিক বিভাগ | ৪.০০ |
ব্যবসায় শিক্ষা | বাংলা | ৩.৫০ | ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক | ৩.৫০ |
মানবিক | বাংলা | ৩.০০ |
সেন্ট যোসেফ কলেজেআসন সংখ্যা
বিজ্ঞান বিভাগ:
বাংলা ভার্সন – ৪৪০ (প্রায়)
ইংরেজি ভার্সন – ৯০ (প্রায়)
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৮০ (প্রায়)
মানবিক বিভাগ: ৭০ (প্রায়)
অনলাইনে আবেদন প্রক্রিয়া:
- আবেদন শুরু: ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট
- শেষ সময়: ৫ আগস্ট রাত ১২টা
- অনলাইন আবেদন লিংক: www.sjs.edu.bd অথবা www.sjsadmission.com
আবেদন ফি:
৪০০/- টাকা (bKash/Nagad/Rocket/MTBL/Visa/Master Card এর মাধ্যমে প্রদানযোগ্য)
আবেদন ফরম পূরণের সময় এসএসসি প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে।
আরও পড়ুন: নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসন ৩২৯০টি
ভর্তি পরীক্ষা:
- লিখিত ও মৌখিক পরীক্ষা: ৮ ও ৯ আগস্ট ২০২৫
- পরীক্ষা অনুষ্ঠিত হবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে।
- পরীক্ষার দিন পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট কপি আনতে হবে।
লিখিত পরীক্ষার বিষয়সমূহ:
বিজ্ঞান বিভাগ:
- বাংলা,
- ইংরেজি,
- পদার্থবিজ্ঞান,
- রসায়ন,
- উচ্চতর গণিত ও
- জীববিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ:
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- হিসাববিজ্ঞান,
- ফিন্যান্স ও
- ব্যবসায় উদ্যোগ
মানবিক বিভাগ:
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- সাধারণ বিজ্ঞান,
- আইসিটি,
- সাধারণ জ্ঞান।
এসএসসি পরীক্ষা ২০২৫-এর শিক্ষাবোর্ড অনুমোদিত নির্ধারিত পরীক্ষার পাঠ্যসূচি অনুসরণে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভাগ পরিবর্তনের নিয়ম:
- বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে যেতে ইচ্ছুকদের বিজ্ঞান বিভাগে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
- ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।
- উল্লেখ্য, এসএসসি পরীক্ষা ২০২৫-এর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ:
- ০৮ই আগস্ট ও ০৯ই আগস্ট ২০২৫ তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রত্যেকের প্রবেশপত্রে উল্লিখিত তারিখ ও সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।
- পরীক্ষার সময়সূচি ও আসন-বিন্যাস প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.sjs.edu.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/SJHSSOfficial/) ও বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ০৭ই আগস্ট ২০২৫ দুপুর ১২:০০টায় দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে
- ক) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র)।
- খ) এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি (লেটার গ্রেড ও নম্বরপত্রসহ)।
- গ) কলম, পেনসিল, রাবার, স্কেল, নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশ:
মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও কলেজ নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
- ভর্তির পরে ছাত্রকে অবশ্যই প্রতিষ্ঠান নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
- প্রতিষ্ঠানে স্মার্ট মোবাইলফোন, স্মার্ট ওয়াচসহ যেকোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস আনা ও ব্যবহার নিষিদ্ধ।
- নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস করতে অনিচ্ছুক এবং প্রতিষ্ঠানের নিয়মাবলি পালনে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইট ভিজিট করতে হবে।
হেল্পলাইন:
০১৪০৭৯৫৮৪৯৯ ও ০১৩৩৯০১৮৩৯৭ (প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৬:০০ মি. পর্যন্ত)।