বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা | Top Private University in Bangladesh

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো নির্বাচনের জন্য কিছু নীতিমালা অনুসরণ করা হয়। বিশেষ করে শিক্ষা,গবেষণা, ইউনিভার্সিটির পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

বাংলাদেশে ক্রমান্বয়ে শিক্ষিতের হার বাড়ছে। এই পরিবর্তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর গুরুত্ব যেমন অনেক ঠিক একইভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর ভূমিকা অনস্বীকার্য।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় | North South University (NSU)

নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের সরকার অনুমোদিত প্রথম ইউনিভার্সিটি। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। এটি ঢাকার খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেও এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়।

২০০৯ সালের ৯ জুন থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। এই ক্যাম্পাসটিতে ১২ হাজার শিক্ষার্থীকে সকল সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করার ধারন ক্ষমতা রয়েছে। ক্যাম্পাস্তিতে রয়েছে এক লক্ষ ২৫ হাজার বর্গফুট আয়তনের স্পেস যা সাত একর জমির উপর নির্মিত। এতে তিনটি বেজমেন্ট সহ ছয়টি ভবন রয়েছে।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার। এখানে চারটি অনুষদের অধীনে মোট ১০ টি বিভাগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান বাংলাদেশে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে ৩১৫ তম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় | BRAC University

ব্র্যাক ইউনিভার্সিটি ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে ফজলে হাসান আবেদ এর ব্রাক সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়।২০০১ সালে ঢাকার মহাখালীতে মাত্র তিনটি বিভাগ এবং প্রায় ৮০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির তার যাত্রা শুরু করে।

বর্তমানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়েছে মেরুল বাড্ডায়। নভেম্বর ২০২৩ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস মহাখালীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও জানুয়ারি ২০২৪ থেকে মেরুল বাড্ডায় স্থায়ী ক্যাম্পাসে সকল শিক্ষিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থায়ী ক্যাম্পাসে রয়েছে নান্দনিক ডিজাইনের আধুনিক ভবন। ভবনটিতে রয়েছে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা বিশিষ্ট ভবনটিতে রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯৩৫ বর্গমিটার ফ্লোর স্পেস।

এর মধ্যে রয়েছে ৭০০ আসনের একটি অডিটোরিয়াম, ১৮৫০ আসনের একটি বহুমুখী হল,শ্রেনিকক্ষ, ল্যাবরেটরি,ডিজাইন স্টুডিও, লেকচার থিয়েটার, আইটি ডাটা সেন্টার, ক্যাফেটেরিয়া, ই – লাইব্রেরি। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮০০০ এর বেশি।

BRAC University
BRAC University

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী ব্র্যাক বিশ্ববিদ্যালয় অবস্থান বাংলাদেশে ২য় এবং সারা বিশ্বের মধ্যে ৪৫৮ তম।

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি | Ahsanullah University of Science & Technology (AUST)

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এ অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা আহসানিয়া মিশন ধারা ১৯৯৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।

এটি বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গুলোর একটি। স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয় সমূহ।

“AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির অবস্থান বাংলাদেশে ৬ষ্ঠ এবং সারা বিশ্বের মধ্যে ৭৫৮ তম।

  • ওয়েবসাইটের ঠিকানা : https://www.aust.edu/

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় | East West University (EWU)

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার মহাখালীতে ছয়টি আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল ভবনের সমন্বয়ে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বর্তমানে রামপুরার আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টিতে ১৮৭ জনেরও অধিক ফ্যাকাল্টি মেম্বার ও প্রায় ৫০০০ শিক্ষার্থী রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর অবস্থান বাংলাদেশে ৩য় এবং সারা বিশ্বের মধ্যে ৫৪৪ তম।

  • ওয়েবসাইটের ঠিকানা : https://www.ewubd.edu/

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | Independent University, Bangladesh (IUB)

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় যাকে আমরা সংক্ষেপে IUB নামে চিনে থাকি।১৯৯৩ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সারির সরকার অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।

এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার। এই গ্রন্থাগারই রয়েছে প্রায় ৩০ হাজার বই ও ১০০ ১০০ এর বেশি পত্রিকা। IUB তে বর্তমানে পাঁচটি ল্যাবরেটরী রয়েছে।

একটি পদার্থবিজ্ঞান ল্যাবরেটরি, তিনটি কম্পিউটার ল্যাবরেটরি, একটি টেলিকম ল্যাবরেটরি, একটি ইলেকট্রনিক্স ল্যাবরেটরি। এটি বাংলাদেশের একটি আন্ডাররেটেড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি’র মোট শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারেরও অধিক।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর অবস্থান বাংলাদেশে ৭ম এবং সারা বিশ্বের মধ্যে ৭৭২ তম।

  • ওয়েবসাইটের ঠিকানা :  https://iub.ac.bd/

আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | American International University, Bangladesh (AIUB)

বেসরকারি পর্যায়ের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এই বিশ্ববিদ্যালয় চারটি অনুষদ থেকে স্নাতক ওই স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রী ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস ছিল মহাখালীতে। পরবর্তীতে সেটি বনানীতে স্থানান্তর করা হয়।

১৯৯৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির রেগুলার শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টি তার পার্মানেন্ট ক্যাম্পাস খিলক্ষেতে স্থানান্তরিত হয়।

সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়টি ধাপে ধাপে তার প্রোগ্রাম এর সংখ্যা বৃদ্ধি করে এবং স্নাতকোত্তর ডিগ্রী চালু করে।

প্রায় ৩০ একর জমির উপর বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। ১৩ লাখ বর্গফুট আয়তনের বিভিন্ন ভবনে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি দেখতে অনেকটা কাচে ঢাকা গ্লোব আকৃতির।

বিশ্ববিদ্যালয়টি তে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজারেরও অধিক। এখানে চারটি অনুষদের অধীনে ১৫ টি বিভাগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর অবস্থান বাংলাদেশে ৯ম এবং সারা বিশ্বের মধ্যে ৯৯৮ তম।

  • ওয়েবসাইটের ঠিকানা : https://www.aiub.edu/

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় | Daffodil International University (DIU)

বাংলাদেশের উচ্চশিক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে । ২০০২ সালের ২৪ শে জানুয়ারি রাজধানীর ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয়েছিল।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি বিরুলিয়া, সাভার এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালয় সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস এর সদস্য। ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করেছে ড্যাফোডিল।

আরও পড়ুন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়

এর মধ্যে রয়েছে সকল একাডেমিক ভবন,প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল। শিক্ষকদের জন্য রয়েছে স্টুডিও অ্যাপার্টমেন্ট।এছাড়াও রয়েছে মাঠ কোট,নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল, বাস্কেটবল মাঠ,গ্রিন গার্ডেন, ফুড কোর্ট,রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, সুপার শপ, সুইমিং পুল, মসজিদ ও অডিটোরিয়াম।

এই বিশ্ববিদ্যালয়টি তে বর্তমানে ২১ হাজারের অধিক শিক্ষার্থী শিক্ষা লাভ করছে। এই প্রতিষ্ঠানটিতে পাঁচটি অনুষদের অধীনে মোট ২৪ টি বিভাগ রয়েছে।

  • ওয়েবসাইটের ঠিকানা : https://daffodilvarsity.edu.bd/

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক | University of Asia Pacific (UAP)

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দশম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।

চার বছর মেয়াদী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি তে স্থাপত্য, ব্যবসায় প্রশাসন, পুরো কৌশল ও পরিবেশ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, ফার্মাসি, আইন এবং ইংরেজি বিভাগে কার্যক্রম চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির পার্মানেন্ট ক্যাম্পাস ঢাকার ফার্মগেট অবস্থিত। যা UAP সিটি ক্যাম্পাস নামে পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস। ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট এ বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস হওয়ায় ঢাকার যে কোন স্থান থেকে সহজেই বিশ্ববিদ্যালয়টিতে আসা-যাওয়া করা যায়। স্পেন ভিত্তিক হিমাগু ইনস্টিটিউশন রেংকিং ২০২১ এর মতে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে পঞ্চম হয়েছিল।

  • ওয়েবসাইটের ঠিকানা : https://www.uap-bd.edu/

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উৎকর্ষতার মূল্যায়নে “AD Scientific Index” এর বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি রেংকিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা :

বিশ্ববিদ্যালয়ের নামবাংলাদেশে অবস্থানবিশ্বে অবস্থান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (NSU)১ম৩১৫ তম
ব্র্যাক বিশ্ববিদ্যালয় (BRACU)২য়৪৫৮ তম
ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (EWU)৩য়৫৪৪ তম
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)৪র্থ৬৮৯ তম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)৫ম৭২২ তম
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)৬ষ্ঠ৭৫৮ তম
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (IUB)৭ম৭৭২ তম
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)৮ম৯৬৩ তম
আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AIUB)৯ম৯৮৮ তম
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET)১০ম১০২৭ তম

Leave a Comment