আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, পেনসিল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

‘সকল IELTS পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা পেন্সিল ব্যবহার করে পরীক্ষা দিতে চান, তারা এখনই রেজিস্ট্রেশন করুন। ২৫ জানুয়ারি থেকে পরীক্ষার সকল মডিউলে শুধুমাত্র কলম ব্যবহার করার অনুমতি থাকবে, পেন্সিল আর ব্যবহার করা যাবে না।’

“নতুন এ নিয়ম পরীক্ষায় আরও স্বচ্ছতা আনবে এবং পরীক্ষার্থীদের জন্য সময় সাশ্রয়ী হবে। কলম ব্যবহারে ইরেজার বা শার্পনারের প্রয়োজন নেই, যা পেনসিল ব্যবহারের সময় পরীক্ষায় অনেক সময় নষ্ট করে। এতে পরীক্ষার্থীরা উত্তর তৈরিতে বেশি সময় দিতে পারবেন।”

পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। পরীক্ষার্থীদের কিছু বহন করার প্রয়োজন হবে না, শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই চলবে।

“আমরা আমাদের কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কলম ব্যবহার করি। তাই পরীক্ষায় কলম ব্যবহারের অভ্যাস পরীক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে আরও মানানসই করে তুলবে।”

Leave a Comment