ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষার পদ্ধতি আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) নিয়ে এলো নতুন পরিবর্তন। উচ্চশিক্ষা, অভিবাসন এবং চাকরির জন্য প্রয়োজনীয় এই পরীক্ষার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই পরিবর্তন আগামী ২৫ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
idp থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে IELTS পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হবে। এখানে মূলত তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা যাবে না।
আইডিপির পক্ষ থেকে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে
কলম ব্যবহার করা বাধ্যতামূলক
২০২৫ সালের ১ জানুয়ারির পর IELTS পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা যাবে না এবং বাধ্যতামূলক কলম ব্যবহার করতে হবে যা টেস্ট সেন্টার থেকে সরবরাহ করা হবে। আগে পরীক্ষার রাইটিং পার্টে পরীক্ষার্থীরা পেন্সিল ব্যবহার করতে পারতো, তবে এখন থেকে শুধু্মাত্র কলম ব্যবহার করতে হবে। এটি পরীক্ষার নির্ভুলতা এবং স্ক্যানিং প্রক্রিয়ার উন্নতির জন্য করা হয়েছে।
শুধুমাত্র পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (NID) নেয়া যাবে
পরীক্ষার হলে শুধুমাত্র পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (NID) নিতে পারবেন। কোনো ব্যক্তিগত আইটেম—যেমন মোবাইল ফোন, ব্যাগ, ওয়ালেট, ঘড়ি বা অন্য কোন জিনিস অনুমোদিত হবে না। ব্যক্তিগত ও প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার কক্ষে প্রবেশের আগে সেন্টারে জমা দিতে হবে। আগেও এটাই নিয়ম ছিলো নতুন করে আবার জানিয়ে দেয়া হয়েছে।
ব্যক্তিগত আইটেম নিষিদ্ধ
পরীক্ষার কক্ষে ব্যক্তিগত জিনিসপত্র যেমন ব্যাগ, মোবাইল ফোন, খাবার, পানীয় বা কোনো ধরনের টেকনিক্যাল ডিভাইস কোনোভাবেই নেওয়া যাবে না। যাতে করে পরীক্ষার পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন সৃষ্টি না হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পেন্সিলের পরিবর্তে কলম কলম ব্যবহারের সিদ্ধান্তটির প্রধান উদ্দ্যেশ্য হলো যাতে করে পরীক্ষার স্কোরিং বা পর্যালোচনার সময় সহজতর হয় এবং এটি নিখুঁত ভাবে করা সম্ভব হবে বলে মনে করেন।
ব্যক্তিগত জিনিসপত্র নিষিদ্ধ হওয়ার মূল কারণ হলো পরীক্ষার সময় কোনো অপ্রত্যাশিত সমস্যা এড়ানো।
এটি প্রযোজ্য হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে। এর পর থেকে IELTS পরীক্ষায় এই পরিবর্তিত নিয়মগুলো মেনে চলতে হবে।
ব্রিটিশ কাউন্সিল জানানো হয়েছে
ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে,
‘সকল IELTS পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা পেন্সিল ব্যবহার করে পরীক্ষা দিতে চান, তারা এখনই রেজিস্ট্রেশন করুন। ২৫ জানুয়ারি থেকে পরীক্ষার সকল মডিউলে শুধুমাত্র কলম ব্যবহার করার অনুমতি থাকবে, পেন্সিল আর ব্যবহার করা যাবে না।’
আইইএলটিএস পরীক্ষায় কলম ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের পরীক্ষার প্রশাসন ও মূল্যায়নে সঙ্গতি বজায় রাখা হবে। বাংলাদেশে আইইএলটিএস অন পেপার পরীক্ষায় কলম ব্যবহারের মাধ্যমে অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ।
কী পরিবর্তন আসছে?
- ২৫ জানুয়ারি ২০২৫ থেকে, বাংলাদেশে আইইএলটিএস অন পেপার পরীক্ষায় পেন্সিলের পরিবর্তে শুধুমাত্র কলম ব্যবহার করতে হবে।
- পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম সরবরাহ করবে টেস্ট সেন্টার।
- পরীক্ষার্থীদের আপত্তি থাকলে তারা ‘আইইএলটিএস অন কম্পিউটার’ পরীক্ষায় স্থানান্তরের বা পুরো অর্থ ফেরত নেওয়ার সুযোগ পাবেন। তবে উভয় ক্ষেত্রেই প্রশাসনিক চার্জ প্রযোজ্য হবে।
- কলম বলপয়েন্ট হতে হবে এবং কালো কালির হতে হবে।
- পরীক্ষার বিরতির সময় পরীক্ষার্থীদের কলম টেস্ট রুমে রেখে যেতে হবে।
- পরীক্ষার্থীরা কোনো স্টেশনারি আইটেম পরীক্ষার হলে আনতে পারবেন না।
- পরীক্ষার্থীদের কলম দিয়ে নোট নেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
পূর্বে লিসেনিং ও রিডিং অংশে পেনসিল ব্যবহার বাধ্যতামূলক ছিল এবং রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করা যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী লিসেনিং, রিডিং এবং রাইটিং—এই তিনটি অংশেই পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করার আর কোনো সুযোগ থাকবে না।
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেছেন,
“নতুন এ নিয়ম পরীক্ষায় আরও স্বচ্ছতা আনবে এবং পরীক্ষার্থীদের জন্য সময় সাশ্রয়ী হবে। কলম ব্যবহারে ইরেজার বা শার্পনারের প্রয়োজন নেই, যা পেনসিল ব্যবহারের সময় পরীক্ষায় অনেক সময় নষ্ট করে। এতে পরীক্ষার্থীরা উত্তর তৈরিতে বেশি সময় দিতে পারবেন।”
ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম জানান,
পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। পরীক্ষার্থীদের কিছু বহন করার প্রয়োজন হবে না, শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই চলবে।
জুবায়ের নাঈম আরও বলেন,
“আমরা আমাদের কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কলম ব্যবহার করি। তাই পরীক্ষায় কলম ব্যবহারের অভ্যাস পরীক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে আরও মানানসই করে তুলবে।”
নতুন এই নিয়ম একাডেমিক এবং জেনারেল আইইএলটিএস উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পরীক্ষার সময় দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে এই পরিবর্তন আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দেশে বাস্তবায়ন করা হচ্ছে।