জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ও সংশোধিত নম্বরবণ্টন

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ ও সংশোধিত নম্বরবণ্টন প্রকাশিত হয়েছে। এ বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় মেধা তালিকা প্রস্তুতের জন্য ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ভর্তি হতে আগ্রহীদের জন্য এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিনটি ইউনিট অনুযায়ী আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে, ২০২৫ তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ভর্তি পরীক্ষার ফলাফল থেকে শুরু করে চূড়ান্ত ভর্তি পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রাথমিক অনলাইন আবেদন শুরু হয়েছিল ২১ জানুয়ারি ২০২৫ বিকেল ৪টা থেকে এবং চলবে ২৫ এপ্রিল ২০২৫, রাত ১২টা পর্যন্ত।আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনার্স ভর্তি আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৭০০ টাকা। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া যাবে।

ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বরবণ্টন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২৫ এপ্রিল ২০২৫ রাত ১২টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। ৩ মে ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ শিক্ষাবর্ষে শাখাভিত্তিক নম্বরবণ্টনে কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি বিভাগ অনুযায়ী আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার্থীদের ১ ঘণ্টার মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। সংশোধিত নম্বরবণ্টনের ভিত্তিতেই প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশোধিত নম্বরবণ্টন

বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি শাখার জন্য ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে। এর মধ্যে

  • বাংলা বিষয়ে ২০ নম্বর
  • ইংরেজি বিষয়ে ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান ২০ নম্বর

এবং সংশ্লিষ্ট শাখাভিত্তিক উচ্চমাধ্যমিক পর্যায়ের বিষয় থেকে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংশোধিত নম্বরবণ্টন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংশোধিত নম্বরবণ্টন

মেধা তালিকা তৈরি হবে মোট ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) থেকে ৪০ নম্বর এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৬০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) থেকে ৬০ নম্বর যুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি পূর্বের মতোই বহাল থাকবে।

ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি হিসেবে ৭০০ টাকা জমা দিতে হবে।

অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে যেসব তথ্য রয়েছে, তা একটি অনার্স প্রোগ্রামে আবেদন করতে আগ্রহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—যেমন: যোগ্যতা, আবেদন পদ্ধতি, ফি সংক্রান্ত তথ্য এবং গুরুত্বপূর্ণ সময়সূচি।

আরও পড়ুন: বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা

আবেদনের জন্য নির্ধারিত ফি ৭০০ টাকা, যা কলেজের নির্দেশনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে— nu.ac.bd/admissions।

এ বছর অনার্স ভর্তি প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন হলো ভর্তি পরীক্ষার প্রবর্তন। তাই সব নিয়ম-কানুন এবং নতুন নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে বুঝে নেওয়া খুবই জরুরি।

আবেদনের যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামে আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে, যা নাগরিকত্ব, শিক্ষাগত যোগ্যতা এবং জিপিএ’র ওপর নির্ভর করে। এসব শর্ত প্রযোজ্য করা হয়েছে যেন শুধু যোগ্য শিক্ষার্থীরাই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:

  • উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২০২৩ অথবা ২০২৪ সালে।
  • মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২০২১ অথবা ২০২২ সালে।

বিভিন্ন বিভাগের জন্য সর্বনিম্ন জিপিএর মানদণ্ড:

উচ্চমাধ্যমিক স্তরের বিভাগএসএসসিতে ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ)এইচএসসিতে ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ)উভয় পরীক্ষার সম্মিলিত জিপিএ
মানবিক ও ব্যবসায় শিক্ষা২.৫০২.৫০মোট ৫.৫০
বিজ্ঞান বিভাগ২.৭৫২.৫০মোট ৬.০০

O-Level ও A-Level শিক্ষার্থীদের জন্য

যেসব শিক্ষার্থী ২০২১ বা ২০২২ সালে O-Level পরীক্ষায় অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন এবং তার মধ্যে তিনটিতে ‘B’ গ্রেড রয়েছে, এবং ২০২৩ বা ২০২৪ সালে A-Level পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন যার মধ্যে অন্তত একটিতে ‘B’ গ্রেড রয়েছে—তারা অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এইসব যোগ্যতা নিশ্চিত করে যে শুধুমাত্র যথার্থভাবে প্রস্তুত শিক্ষার্থীরাই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

ভর্তির জন্য আবেদন পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ জানুয়ারি ২০২৫ থেকে এবং চলবে ২৫ এপ্রিল ২০২৫ রাত ১২টা পর্যন্ত। আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট nu.ac.bd/admissions এ গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম পূরণের আগে যেসব তথ্য প্রস্তুত রাখতে হবে:

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর
  • শিক্ষা বোর্ডের নাম
  • পাসের সন
  • নিবন্ধিত মোবাইল নম্বর (নিজস্ব বা অভিভাবকের)

সকল ইউনিটের জন্য আবেদন ফি:

আবেদনের জন্য নির্ধারিত ফি ৭০০ টাকা। এই ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজের নির্দেশনা অনুযায়ী সরাসরি জমা দেওয়া যাবে।

ছবি আপলোড:

আবেদন ফরমে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। ছবিটি নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী হতে হবে।

আবেদন জমা দেওয়ার পর আবশ্যিকভাবে আবেদন ফি পরিশোধ করতে হবে। আপনার আবেদনটি চূড়ান্তভাবে নিশ্চিত করতে কলেজকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনটি যাচাই ও অনুমোদন করতে হবে।

Leave a Comment