এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা | ফল জানবেন যেভাবে

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একাধিক মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড—এই ১১টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

অনলাইনে এসএসসির ফল জানার পদ্ধতি

শিক্ষার্থীরা সহজেই অনলাইনে ফলাফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। এর জন্য প্রয়োজন হবে—

  • পরীক্ষার নাম
  • বোর্ডের নাম
  • রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর
  • পরীক্ষার সন

এছাড়াও প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

SSC Exam Result এসএসসি পরীক্ষার ফলাফল
SSC Exam Result

প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে প্রতিষ্ঠানপ্রধানদের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের Result Corner থেকে ফলাফল ডাউনলোড করতে হবে।

এসএমএসে এসএসসির ফলাফল

ফলাফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক ফরম্যাটে বার্তা লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে। অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ঘরে বসেই ফল জানা যাবে।

এসএসসি সাধারণ শিক্ষাবোর্ডের ফলাফল জানাতে হলে:

ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে — SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর। (যেমনঃ ঢাকা বোর্ডের জন্য ‘Dha’) লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পাসের সাল (২০২৫) লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ: SSC Dha 123456 2025 পাঠাতে হবে 16222 নম্বরে।

ফলাফল ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

দাখিল পরীক্ষার ফল জানতে:

মেসেজ অপশনে গিয়ে লিখুন Dakhil স্পেস দিয়ে Mad (মাদরাসা বোর্ড) স্পেস দিয়ে রোল নম্বর স্পেস দিয়ে 2025, তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ: Dakhil Mad 789012 2025 → 16222।

কারিগরি বোর্ডের ফলাফল জানার নিয়ম:

মেসেজ অপশনে গিয়ে লিখুন SSC স্পেস দিয়ে Tec স্পেস দিয়ে রোল নম্বর স্পেস দিয়ে 2025, এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ: SSC Tec 456789 2025 → 16222।

এই পদ্ধতিতে সহজেই যেকোনো সময় ও স্থান থেকে ফলাফল জানা যাবে।

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর যদি কেউ ফলাফলে সন্তুষ্ট না হন, তবে তিনি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি বিস্তারিতভাবে জানানো হবে বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: বাংলাদেশের সেরা ১০ কলেজ 

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। এবার পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নেয় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় এ বছর প্রায় এক লাখ পরীক্ষার্থী কম অংশ নেয়।

তবে এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। পরীক্ষার প্রথম দিনেই ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, যদিও তারা পরীক্ষার ফরম পূরণ করেছিল।

২০২৪ সনের এসএসসি ফলাফলের পরিসংখ্যান

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যা এ বছরের তুলনায় প্রায় ১ লাখ বেশি ছিলো।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিয়েছিল সর্বাধিক—১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন, আর ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।

Leave a Comment