মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Meena Bazar Job Circular 2025

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চেইন সুপারশপ মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Meena Bazar Job Circular 2025) প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার/ সেলসম্যান পদে কর্মী নিয়োগ দিবে। মীনা বাজার দেশের বৃহত্তম রিটেইলস চেনই যা সুনাম ও দক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পদের নাম : ক্যাশিয়ার/ সেলসম্যান

প্রয়োজনীয় যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা উচ্চ মাধ্যমিক।

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর।

দায়িত্ব ও কর্মপরিধি:

দক্ষতা ও অভিজ্ঞতা:

সুবিধাসমূহ:

কর্মস্থল : অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে।

অবস্থান : ঢাকা (আফতাবনগর, বনশ্রী, বসুন্ধরা আরএ, খিলগাঁও, খিলক্ষেত)।

বি.দ্র : আউটলেটের নিকটবর্তী এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।আবেদন করার পূর্বে বর্তমান ঠিকানা আপডেট করুন।

আবেদন লিংক: Apply Now

বসুন্ধরা আবাসিক এলাকায় মীনা বাজার

বেশ কিছুদিন আগে বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম জনপ্রিয় চেইন সুপার শপ মীনা বাজার। বসুন্ধরা আবাসিক এলাকার J ব্লকে রয়েছে সুপার সপটি। বিশাল স্পেস নিয়ে মিনা বাজারের এই শাখা টিতে পাওয়া যাবে সব ধরনের নিত্য পণ্য।

মিনা বাজার কর্তৃপক্ষ বলছে তারা সাধারণ ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদান করবেন। বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের শাখাটির আয়তন প্রায় দশ হাজার বর্গফুট। এখানে চাল, ডাল, কাঁচা বাজার, মাছ, মাংস সহ সবকিছু থাকছে এক ছাদের নিচে। দেয়া হচ্ছে মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা।

মিনা বাজার কর্তৃপক্ষ বলছে ক্রেতারা যাতে সব সময় নায্য দামে মানসম্পন্ন পণ্য পায় সেদিকে তারা খেয়াল রাখবেন।

বাংলাদেশের জনপ্রিয় সুপারশপের তালিকা

ঊনবিংশ শতাব্দীর গোরার দিকে সুপারশপের ধারণাটি জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও প্রাথমিকভাবে সুপার শপ চেইন গুলো উন্নত ও সল্পউন্নত দেশগুলোতে জনপ্রিয় ছিল। পরবর্তীতে আস্তে আস্তে সমগ্র বিশ্বে এটি জনপ্রিয়তা লাভ করতে থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে চীন, ভারত, ভিয়েতনাম, শ্রীলংকা এবং অন্যান্য অনেক দেশ তাদের নিজস্ব সুপার চেইন সপ শুরু করেন।

২০০১ সালে বাংলাদেশের প্রথম সুপারসপ হিসেবে যাত্রা শুরু করে আগোরা। আগোরা রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের মালিকাধীন।

বাংলাদেশের জনপ্রিয় সুপারশপের তালিকা
বাংলাদেশের জনপ্রিয় সুপারশপের তালিকা

ক্রমবর্ধমান ব্যস্ত জীবনের জন্য সুবিধা এবং আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য সুপার শপ এর ধারণাটি ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত লোকদের মধ্যে। বাংলাদেশের সুপার শপ চেইন ব্রান্ডগুলো আমাদের কেনাকাটার অভিজ্ঞতা কে আরও সুবিধা জনক, সাশ্রয়ী এবং আনন্দদায়ক করার জন্য অবিরাম কাজ করে চলেছে।

স্বপ্ন

খুব কম মানুষই আছেন যারা স্বপ্নের নাম শুনেন নি। ৩১ টি জেলায় ২০০ টিরও বেশি আউটলেট সহ স্বপ্ন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সুপার শপ চেইন। এসিআই লজিস্টিক লিমিটেড ২০০৮ সালের স্বপ্ন চালু করেন। এর বিজনেস ও মার্কেটিং পলিসির জন্য এটি দ্রুত সারা দেশে সুপরিচিত হয়ে ওঠে। এখন স্বপ্ন উন পঞ্চাশ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে মার্কেট লিডারের অবস্থানে রয়েছে।

২০১৬ সালে বাংলাদেশ ব্রান্ড ফোরাম এবং কান্তার মিলওয়ার্ড ব্রাউন স্বপ্ন কে বাংলাদেশের সেরা খুচরা ব্রান্ড হিসেবে পুরস্কৃত করেন। একই বছর এটি গ্লোবাল গ্যাপ প্রাথমিক সদস্য পদ অর্জন করেন। এর মাধ্যমে স্বপ্ন সরাসরি কৃষকদের সাথে অংশীদারিত্ব করেছে। স্বপ্ন বর্তমানে সরাসরি কৃষকদের থেকে পণ্য নিয়ে বিক্রি করছেন। এর ফলে কৃষকরা পণ্যের নির্ধারিত মূল্য পাচ্ছে এবং গ্রাহকরা পাচ্ছেন নির্ভেজাল পণ্য।

স্বপ্নের প্রতিটি আউটলেটে বর্তমানে বিভিন্ন কম্বো অফার চালু করেছে। ছোট ছোট কম্বো অফার গুলোর মাধ্যমে নির্ণয়ের মানুষজন ২০০ গ্রাম পর্যন্ত গরুর মাংস কিনতে পারছেন। এছাড়াও বর্তমানে হাঁসের মাংস, মাছ, বিভিন্ন ফল ফ্রুট, সিজনাল সবজির কম্বো শুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

আগোরা

রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড ২০০১ সালে সীমান্ত স্কয়ারে আগোরার প্রথম আউটলেট চালু করার মাধ্যমে দেশের সুপার শপ এর পথপ্রদর্শক হয়ে ওঠে। বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো আউটলেট রয়েছে। তবে আগোরার অধিকাংশ আউটলেট ঢাকায় অবস্থিত।

সুপার শপ চেইনটির বার্ষিক টার্নওভার আনুমানিক ৫০০ কোটি টাকা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুপার শপ চেইন হওয়ায় আগোরা আরো অনেক প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করছে।

এটি ২০১৫ সালে বাংলাদেশ ব্রান্ড ফোরাম থেকে সেরা সুপার স্টোর ব্র্যান্ডের পুরস্কারও জিতেছে। আগোরা তার গ্রাহকদের ভালো মানের পণ্য অফার করে। এটি তার উচ্চমানের ব্যবস্থাপনা সিস্টেমের জন্য iso certification অর্জন করেছে।

মীনা বাজার

২০০২ সালে প্রতিষ্ঠিত মিনাবাজার হল বাংলাদেশের জেমকন গ্রুপের মালিকানাধীন আরেকটি জনপ্রিয় সুপারশপ চেইন। বর্তমানে ঢাকা,চট্টগ্রাম,গাজীপুর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ মিনা বাজারের আউটলেট রয়েছে।প্রতিটি আউটলেটে রয়েছে অসাধারণ কেনাকাটা অভিজ্ঞতা,যথার্থ মূল্য এবং বিশ্বমানের গ্রাহক সেবার প্রতিশ্রুতি। এই সুপার শপটি গ্রাহককে প্রতিদিন ১০ হাজারেরও বেশি পণ্য অফার করেন।

কৃষকদের কাছ থেকে সরাসরি তাজা পণ্য এবং দুগ্ধজাত পণ্য সংগ্রহ করে মীনা বাজার। কৃষকদের সাথে যোগাযোগের মাধ্যমে ব্রান্ডটি কৃষকদের অধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করে। এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।

২০১৭ সালে মীনাবাজার তাঁর ই-কমার্স প্ল্যাটফর্ম মীনা ক্লিক চালু করেন। যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। করোনা মহামারী চলাকালীন তার নিবেদিত পরিসেবার কারণে মীনা ক্লিক ২০২০ সালে ই-কমার্স মুভার্স এওয়ার্ড জিতেছে।

ইউনিমার্ট

ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান ইউনিমার্ট। ইউনিমার্ট ২০১৩ সালে ৪০ হাজার বর্গফুট এলাকা নিয়ে একটি হাইপার মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির মাধ্যমে সুপার শপ পরিষেবা গুলোকে একত্রিত করে পরবর্তী স্তরে খুচরা অভিজ্ঞতা প্রদান করে। এটি একটি প্রিমিয়াম সুপার শপ চেইন হিসেবে সুপরিচিত। সম্প্রতি ইউনিমার্ট ঢাকার বাইরে তাদের আউটলেট চালু করেছে। ২০২২ সালের জুন মাসে ইউনিমার্ট ইউনিলিভারের সাথে অংশীদারিত্ব করে। পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রথম সুপার শপ রিফিল মেশিন চালু করে।

ডেইলি শপিং

আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে যে সুপার সপ রয়েছে সেটির নাম ডেইলি সপিং। এটি প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সুপার সপ শিল্পে তুলনামূলক ভাবে নতুন। ২০১৪ সালে ডেইলি সপিং যাত্রা শুরু করে। সূচনা থেকে daily shopping অন্য একটি সুপারশপ স্বপ্নের মত সম্প্রসারণ কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। এর ফলে এখন ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম শহরে এটির ৬৪ টি আউটলেট রয়েছে।
২০২০ সালের উত্তরায় ডেইলি শপিং এর একটি ফ্লাগশিপ আউটলেট খোলা হয়েছিল। চেইনটির একটি ই-কমার্স সাইট রয়েছে।

Leave a Comment