ঢাকার বড় সাতটি কলেজকে ঘিরে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন জোরদার করছেন শিক্ষার্থীরা। এ দাবিতে আগামী সোমবার (১৮ জানুয়ারি) নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থী মো. নঈম হাওলাদার জানান, ওইদিন সায়েন্স ল্যাবে গণজমায়েতের পাশাপাশি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি দুপুর ১২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছে সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মিছিল চলাকালে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ এবং ‘আমি কে, তুমি কে—ডিসিইউ, ডিসিইউ’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, তাদের একমাত্র দাবি হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করা। তিনি জানান, এ বিষয়ে আর কোনো সময় দিতে তারা প্রস্তুত নন।
সাত কলেজের অবরোধে দুর্ভোগে সাধারণ মানুষ
বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
সাত কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে সড়কে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় নারী, শিশু ও বয়স্কদের অনেককে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হতে হয়, যা জনজীবনে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করে।
আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ৩৭০১
অবরোধের কারণে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কে যানজট দেখা দিলে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। অনেককে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে চলতে দেখা যায়।
অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা গন্তব্যে পৌঁছাতে পড়েন চরম বিপাকে। দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এমন দুর্ভোগের শিকার হন নগরবাসী।
আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এর পর বিকাল ৫টার দিকে সায়েন্স ল্যাব মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয়, তাহলে সোমবার পুনরায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হবে। একই সঙ্গে সেখানে ‘গণজমায়েত মঞ্চ’ স্থাপন করে সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এই আন্দোলনে অংশগ্রহণ করছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।