ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রভাতি শাখায় বাধ্যতামূলক আবাসিক বা অনাবাসিক এবং দিবা শাখায় শুধুমাত্র অনাবাসিক হিসেবে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। কলেজের বোর্ড অব গভর্নরসের ১৫৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রভাতি শাখায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা এবং দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
দিবা শাখায় লটারির মাধ্যমে ভর্তি
দিবা শাখায় লটারির মাধ্যমে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তৃতীয় শ্রেণি:
বাংলা মাধ্যমে: ১০০ জন
ইংরেজি মাধ্যমে: ৫০ জন
বয়সসীমা: ৭-৯ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)
ষষ্ঠ শ্রেণি:
বাংলা মাধ্যমে: ৫০ জন
বয়সসীমা: ১০-১২ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)
নবম শ্রেণি:
বিজ্ঞান (বাংলা মাধ্যমে): ২০ জন
বিজ্ঞান (ইংরেজি ভার্সন): ১০ জন
ব্যবসায় শিক্ষা (ইংরেজি ভার্সন): ৪০ জন
মানবিক (বাংলা মাধ্যমে): ৪০ জন
লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ৯টায়।
প্রভাতি শাখায় লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি
প্রভাতি শাখায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
তৃতীয় শ্রেণি:
বাংলা মাধ্যমে: ১০০ জন
ইংরেজি মাধ্যমে: ৫০ জন
বয়সসীমা: ৭-৯ বছর
ভর্তি পরীক্ষা: ২১ ডিসেম্বর সকাল ১০টায়
ষষ্ঠ শ্রেণি:
বাধ্যতামূলক আবাসিক: ৫০ জন
বয়সসীমা: ১০-১২ বছর
ভর্তি পরীক্ষা: ২১ ডিসেম্বর দুপুর ২টায়
নবম শ্রেণি:
বিজ্ঞান (বাংলা মাধ্যমে): ২০ জন
বিজ্ঞান (ইংরেজি ভার্সন): ১০ জন
ব্যবসায় শিক্ষা (ইংরেজি ভার্সন): ৪০ জন
ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যমে): ৪০ জন
ভর্তি পরীক্ষা: ২১ ডিসেম্বর দুপুর ২টায়
লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর
তৃতীয় শ্রেণি: বাংলা – ১৫, ইংরেজি – ১৫, গণিত – ২০
ষষ্ঠ শ্রেণি: বাংলা – ৩০, ইংরেজি – ৩০, গণিত – ৪০
নবম শ্রেণি: বাংলা – ২০, ইংরেজি – ২৫, বিজ্ঞান – ২৫, গণিত – ৩০
প্রশ্নপত্র তৈরি করা হবে সংশ্লিষ্ট শ্রেণির পূর্ববর্তী বোর্ড বই অনুসারে।
প্রসপেকটাস সংগ্রহ ও আবেদন
৩০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর (শুক্রবার ব্যতীত) কলেজের অডিটোরিয়াম থেকে প্রসপেকটাস সংগ্রহ করা যাবে। প্রতিটি প্রসপেকটাসের সঙ্গে একটি ইউনিক কোড থাকবে, যা ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
আবেদনকারীদের www.drmc.edu.bd ওয়েবসাইট থেকে Apply Now বাটনে ক্লিক করে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
আবেদন সাবমিট করার পর Reference Number পাওয়া যাবে, যা পরবর্তীতে প্রয়োজন হবে। বিকাশ পেমেন্ট সফল হলে আবেদনকারীরা Admit Card ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফি ১১০ টাকা, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
ছাত্র ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক আর্থিক লেনদেন বা সুপারিশ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য বলে বিবেচনা করা হবে।
উল্লেখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এবং সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।