রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৪ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য আবেদন করা যাবে।
রুয়েটের ভর্তি পরীক্ষা এবার দুই ধাপে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির ৩০ নভেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বহুনির্বাচনী (এমসিকিউ) ও লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে।
প্রাথমিক পরীক্ষায় কতজন অংশগ্রহণের সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রেজিস্ট্রার। তিনি বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরীক্ষার চূড়ান্ত নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে ধারণা করা হচ্ছে, প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে রুয়েট লিখিত পরীক্ষা পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা নিয়েছিল। এরপর বেশ কয়েক বছর শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার আবারও লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। যথাসময়ে আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার তারিখ সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করা হবে।