ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ভর্তি বিজ্ঞপ্তি


সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (DCU) এর ভর্তি কার্যক্রম আগামী মাসে শুরু হতে যাচ্ছে। ২২ ও ২৩ আগস্ট পুনর্গঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।

২০২৪-২০২৫ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এ কে এম ইলিয়াস জানান, “আমরা ইতোমধ্যে একটি সার্কুলার প্রস্তুত করেছি। তবে যেহেতু আমাদের নিজস্ব কোনো অবকাঠামো নেই, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে।”

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা

এর আগে ২০১৭ সাল থেকে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। তবে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সরকার নতুন করে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” ঘোষণা করে।

এই সাতটি সরকারি কলেজ হলো—

  • ঢাকা কলেজ,
  • ইডেন মহিলা কলেজ,
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,
  • সরকারি বাঙলা কলেজ,
  • কবি নজরুল সরকারি কলেজ,
  • সরকারি তিতুমীর কলেজ এবং
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে কার্যক্রম পরিচালনা করবে। গত ১৬ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি রাতেই এক ফেসবুক পোস্টে লেখেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বাগতম। আশা করি, এটি বাংলাদেশের সেরা এবং বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে।”

শিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে পরবর্তীতে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগ তুলে গত বছরের অক্টোবর মাসে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

এর ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি, সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি। আগ্রহীরা ইউজিসির info@ugc.gov.bd ই-মেইল ঠিকানায় নাম প্রস্তাব পাঠান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *