ওয়ান ব্যাংক পিএলসি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (One Bank Job Circular 2025) প্রকাশ করেছে। বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক হচ্ছে ওয়ান ব্যাংক। বর্তমান ব্যাংকিং ব্যবস্থার নাজুক পরিস্থিতিতেও ওয়ান ব্যাংক খুব ভালোভাবেই গ্রাহক সেবা দিয়ে যাচ্ছেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য পদগুলো হলো
- ব্রাঞ্চ ইনচার্জ / ম্যানেজার
- সিনিয়র অফিসার
- ক্যাশ অফিসার
প্রতিটি পদের আবেদন যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের শেষ সময়, অনলাইনে আবেদন করার পদ্ধতি ও আবেদন লিংক সহ সহ বিস্তারিত তথ্য নিচে দেয়া হল।
প্রতিষ্ঠানের নাম : ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম : ক্যাশ অফিসার – (ট্রেইনিং অফিসার / অফিসার (G-1) এবং অফিসার (G-2)
চাকরির ধরন – | বেসরকারি |
প্রকাশের তারিখ – | ২৭ জানুয়ারি |
আবেদনের শেষ সময় – | ১৬ ফেব্রুয়ারি |
শূন্য পদ – | নির্ধারিত নয় |
বেতন – | আলোচনা সাপেক্ষে |
বয়স – | ৩৫ বছর |
অভিজ্ঞতা – | সর্বনিম্ন ২ বছর |
চাকরির স্থান – | বাংলাদেশের যে কোন জায়গায় |
চাকরির ধরন – | অফিসিয়াল |
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
- কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে আবেদন নিরুৎসাহিত করা হচ্ছে।
অভিজ্ঞতা:
- ব্যাংকিং খাতে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।
অতিরিক্ত যোগ্যতা:
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- কোনো তফসিলি ব্যাংকের ক্যাশ বিভাগে অন্তত ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
- মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি:
ওয়ান ব্যাংক পিএলসি নিম্নোক্ত পদে কিছু ক্যাশ অফিসার/ (ট্রেইনি অফিসার/ অফিসার (জি-১) এবং অফিসার (জি-২) নিয়োগ দিতে আগ্রহী:
- ক্যাশ, চেক ও বিল গ্রহণ এবং প্রদান।
- গ্রাহকদের দ্রুত ও দক্ষতার সাথে সেবা প্রদান।
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর নির্দেশনা অনুযায়ী CTR ও STR রিপোর্ট তৈরি করা।
- বাংলাদেশ ব্যাংক এবং ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নীতিমালা অনুসরণ করে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক কার্যক্রমের চেকলিস্ট নিশ্চিত করা।
- নির্ধারিত লক্ষ্যমাত্রা (KPI) অর্জন করা, যেমন: আমানত সংগ্রহ, অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ড, ঋণ ইত্যাদি।
- ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবার বিষয়ে গ্রাহকদের পরামর্শ প্রদান এবং প্রচার করা।
উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
পদের নাম : অফিসার (G-2)/ অফিসার (G-3) / সিনিয়র অফিসার – ক্রেডিট অফিসার
চাকরির ধরন – | বেসরকারি |
প্রকাশের তারিখ – | ২৭ জানুয়ারি |
আবেদনের শেষ সময় – | ১৬ ফেব্রুয়ারি |
শূন্য পদ – | নির্ধারিত নয় |
বেতন – | আলোচনা সাপেক্ষে |
বয়স – | ৩৭ বছর |
অভিজ্ঞতা – | সর্বনিম্ন ৩ বছর |
চাকরির স্থান – | বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী |
চাকরির ধরন – | অফিসিয়াল |
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
- যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা:
- ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
অতিরিক্ত যোগ্যতা:
- ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, লোন ও অগ্রিম প্রদান এবং সিকিউরিটি ডকুমেন্টেশন সংক্রান্ত কাজে।
- বয়স সর্বোচ্চ ৩৭ বছর (যদি প্রার্থী অত্যন্ত দক্ষ হন, তবে বয়স শিথিলযোগ্য)।
- ক্রেডিট সংক্রান্ত কাজের ওপর যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- নতুন ব্যবসা ও গ্রাহক তৈরি করার জন্য বাজার বিশ্লেষণের ভালো দক্ষতা থাকতে হবে।
- প্রকল্পের দায়িত্ব নেওয়া এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার সামর্থ্য থাকতে হবে।
- যোগাযোগ, আলোচনার দক্ষতা এবং প্রকল্প ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
- নেতৃত্ব, দলে কাজ করার দক্ষতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি:
ওয়ান ব্যাংক পিএলসি নিম্নলিখিত পদে কিছু অভিজ্ঞ ব্যাংকার নিয়োগ দিতে আগ্রহী:
ক্রেডিট অফিসার (অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ অফিসার / অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার / রিলেশনশিপ ম্যানেজার)
- ব্যাংকের আমানত (Liabilities) এবং ঋণ (Assets) সংক্রান্ত ব্যবসা সম্প্রসারণ করা।
- ক্লায়েন্ট পরিদর্শন করে ফ্যাক্টরি/ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি পর্যালোচনা করা।
- কল রিপোর্ট, ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট (ICRRS, CRG) প্রস্তুতকরণ, আর্থিক তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকের ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করা।
- সঠিকভাবে ক্রেডিট মেমো/প্রস্তাবনা প্রস্তুত করা এবং যথাসময়ে জমা দেওয়া।
- ঋণগ্রহীতার জন্য অনুমোদনপত্র (Sanction Letter) তৈরি করা।
- গ্রাহকদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা এবং নতুন সম্পর্ক গড়ে তোলা।
- ঋণের সময়মতো পরিশোধ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আর্থিক বিবরণী ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা।
- পোর্টফোলিওর সময়মতো পর্যালোচনা ও নবায়ন নিশ্চিত করা।
- শাখা/ডিভিশনের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
- ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ করা।
- অভ্যন্তরীণ সহকর্মী এবং বাহ্যিক ক্লায়েন্টদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করা।
উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
পদের নাম : ব্রাঞ্চ ইনচার্জ / ম্যানেজার (SPO – FAVP)
চাকরির ধরন – | বেসরকারি |
প্রকাশের তারিখ – | ২৭ জানুয়ারি |
আবেদনের শেষ সময় – | ১৬ ফেব্রুয়ারি |
শূন্য পদ – | নির্ধারিত নয় |
বেতন – | আলোচনা সাপেক্ষে |
বয়স – | ৪৫ বছর |
অভিজ্ঞতা – | সর্বনিম্ন ৬ বছর |
চাকরির স্থান – | নরসিংদী, নোয়াখালী, রংপুর |
চাকরির ধরন – | অফিসিয়াল |
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
- যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা:
- কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা।
- বর্তমান পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ শাখা ব্যবস্থাপক (Branch Manager) বা শাখা প্রধান (Branch In-charge) পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
- বয়স সর্বোচ্চ ৪৫ বছর (অত্যন্ত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
- নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
- বিক্রয় দক্ষতা, গ্রাহকসেবা এবং আন্তঃব্যক্তিক যোগাযোগে পারদর্শী হতে হবে।
- মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা চমৎকার হতে হবে।
- কাজের অগ্রাধিকার নির্ধারণ ও প্রয়োজনে দায়িত্ব অর্পণের সক্ষমতা থাকতে হবে।
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট I ও II সম্পন্ন থাকতে হবে।
- ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোত্তম অনুশীলন সম্পর্কে উন্নত জ্ঞান থাকতে হবে।
- ব্যাংকিং আইন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং আন্তর্জাতিক মান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
- বিশ্লেষণধর্মী চিন্তাভাবনায় দক্ষতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি:
ওয়ান ব্যাংক পিএলসি অভিজ্ঞ ব্যাংকারদের শাখা প্রধান/ব্যবস্থাপক পদে নিয়োগ দিতে আগ্রহী, যাদের দায়িত্ব থাকবে নিম্নরূপ—
- শাখার সার্বিক কার্যক্রম পরিচালনা করা, যার মধ্যে বিতরণ কার্যক্রম, গ্রাহকসেবা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম ও বিক্রয় কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
- বাজেট প্রস্তুত ও আর্থিক বিবরণী তৈরি করা।
- শাখার লাভজনকতা, ব্যয় ব্যবস্থাপনা ও বাজেট পর্যবেক্ষণ করে নির্ধারিত আর্থিক লক্ষ্য অর্জন করা।
- স্থানীয় বাজার বিশ্লেষণ করে সম্ভাব্য বিক্রয় ও ব্যবসার সুযোগ চিহ্নিত করা।
- সর্বোচ্চ নৈতিক মান বজায় রেখে ব্যাংকিং আইন ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
- মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়মনীতি (AML & ATF) যথাযথভাবে মেনে চলা।
- ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলা ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা।
- দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে গ্রাহকসেবা নিশ্চিত করা এবং দক্ষ ব্যবস্থাপনা প্রদর্শন করা।
- বিদ্যমান ও সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শ্রেষ্ঠ গ্রাহকসেবা প্রদান করা।
- জটিল গ্রাহক প্রশ্নাবলী, কার্যকরী চ্যালেঞ্জ এবং উত্থাপিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
- শাখার AML ও CFT সংক্রান্ত কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (BAMLCO) হিসেবে দায়িত্ব পালন করা।
দক্ষতা ও বিশেষজ্ঞতা:
- ক্রেডিট ব্যবস্থাপনা (Credit Management)
- বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স (Foreign Exchange & Remittance)
- সাধারণ ব্যাংকিং (General Banking)
- বাণিজ্যিক অর্থায়ন (Trade Finance)
উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
সুত্র – বিডি জবস