ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- One Bank Job Circular 2025

ওয়ান ব্যাংক পিএলসি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (One Bank Job Circular 2025) প্রকাশ করেছে। বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক হচ্ছে ওয়ান ব্যাংক। বর্তমান ব্যাংকিং ব্যবস্থার নাজুক পরিস্থিতিতেও ওয়ান ব্যাংক খুব ভালোভাবেই গ্রাহক সেবা দিয়ে যাচ্ছেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য পদগুলো হলো

প্রতিটি পদের আবেদন যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের শেষ সময়, অনলাইনে আবেদন করার পদ্ধতি ও আবেদন লিংক সহ সহ বিস্তারিত তথ্য নিচে দেয়া হল।

প্রতিষ্ঠানের নাম : ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম : ক্যাশ অফিসার – (ট্রেইনিং অফিসার / অফিসার (G-1) এবং অফিসার (G-2)

যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা:

অভিজ্ঞতা:

অতিরিক্ত যোগ্যতা:

দায়িত্ব ও কর্মপরিধি:

ওয়ান ব্যাংক পিএলসি নিম্নোক্ত পদে কিছু ক্যাশ অফিসার/ (ট্রেইনি অফিসার/ অফিসার (জি-১) এবং অফিসার (জি-২) নিয়োগ দিতে আগ্রহী:

উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

পদের নাম : অফিসার (G-2)/ অফিসার (G-3) / সিনিয়র অফিসার – ক্রেডিট অফিসার

যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা:

অভিজ্ঞতা:

অতিরিক্ত যোগ্যতা:

দায়িত্ব ও কর্মপরিধি:

ওয়ান ব্যাংক পিএলসি নিম্নলিখিত পদে কিছু অভিজ্ঞ ব্যাংকার নিয়োগ দিতে আগ্রহী:

ক্রেডিট অফিসার (অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ অফিসার / অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার / রিলেশনশিপ ম্যানেজার)

উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

পদের নাম : ব্রাঞ্চ ইনচার্জ / ম্যানেজার (SPO – FAVP)

যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা:

অভিজ্ঞতা:

অতিরিক্ত যোগ্যতা:

দায়িত্ব ও কর্মপরিধি:

ওয়ান ব্যাংক পিএলসি অভিজ্ঞ ব্যাংকারদের শাখা প্রধান/ব্যবস্থাপক পদে নিয়োগ দিতে আগ্রহী, যাদের দায়িত্ব থাকবে নিম্নরূপ—

দক্ষতা ও বিশেষজ্ঞতা:

উপরের পদে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *